রাস্তা ধরে এগিয়ে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়। এগিয়ে আসেন এক বৃদ্ধ। কিছু বলতে চান মুখ্যমন্ত্রীকে— এমনটা ওই বৃদ্ধ জানাতেই গাড়ি থামান মুখ্যমন্ত্রী। নেমে আসেন গাড়ি থেকে। দেখেই চিনতে পারেন বৃদ্ধকে। হাতজোড় করে প্রশ্ন করেন, সমস্যার সমাধান হয়েছে তো? ওই বৃদ্ধের নাম রাজেন রায়। জলপাইগুড়ির বাসিন্দা তিনি। আগেই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সমস্যার কথা জানিয়েছিলেন তিনি। সমাধানও মিলেছে। বুধবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাওয়ার পথে জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রীর কনভয় থামান বৃদ্ধ। এদিকে রাজেনবাবুকে দেখেই চিনতে পারেন মানবিক মুখ্যমন্ত্রী। বৃদ্ধ মুখ্যমন্ত্রীকে বলেন, বাংলার ভরসা একমাত্র আপনি। এরপর মুখ্যমন্ত্রীকে বাংলার বাড়ি নিয়ে কিছু সমস্যার কথা জানান বৃদ্ধ। দ্রুত সমাধান হবে বলে কথা দেন মুখ্যমন্ত্রী। আশ্বাস পেয়ে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন রাজেন। তিনি আশাবাদী, এবারও সমস্যা মিটে যাবে।

আরও পড়ুন –
