ফের এসআইআর নিয়ে মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে বুধবার কলকাতায় ফিরেছেন অভিষেক। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের SIR নিয়ে ফের চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক।

এবার থেকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে আধার কার্ডকেও (Aadhaar Card) প্রামাণ্য নথি হিসাবে ধরা হবে। মঙ্গলবারই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আধার যোগ করে এখন পর্যন্ত SIR-এ ১২টি পরিচয়পত্র গ্রহণযোগ্য। এদিন বিশেষ নিবিড় সংশোধন বিষয়ে অভিষেক বলেন, SIR হোক। কিন্তু তার আগে প্রধানমন্ত্রী-সহ সব কেন্দ্রীয় মন্ত্রী-সাংসদরা পদত্যাগ করুন। তার পরে চালু হোক SIR।

অক্টোবর মাস থেকে দেশব্যাপী SIR হতে পারে। প্রথম থেকেই এর বিরোধিতা করেছে তৃণমূল। অভিষেকের কথায়, বৈধ ভোটার ছাড়া যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয়, তাহলে তাঁরাও অবৈধ। এমনকী, মঙ্গলবার যে উপরাষ্ট্রপতি নির্বাচন হল সেটাও অবৈধ। তাহলে, ক্ষমতা থাকলে লোকসভা ভেঙে আগামিকাল থেকেই এসআইআর করুন- মোদি সরকারকে চ্যালেঞ্জ অভিষেকের। অভিষেক বলেন, “কালই সংসদ ভেঙে দেওয়া হোক, পরশু থেকেই SIR করুক। আমাদের আপত্তি নেই। আমরা জনমত নেওয়ার জন্য তৈরি আছি। কিন্তু বিজেপি তা চায় না। এরা যাই করুক না কেন, তার পিছনে অসৎ উদ্দেশ্য থাকে।“

–

–

–

–

–

–

–