Thursday, November 13, 2025

ফের শুল্কের আলোচনা: ভারতের উপর চাপ কমানোর ইঙ্গিত ট্রাম্পের!

Date:

ভারতকে শুভেচ্ছা জানিয়ে এমন বার্তা দিয়েছিলেন যেন সব সম্পর্ক শেষ। অথচ তারপরেই শুরু করেছিলেন মোদির প্রশংসা। আর এবার সরাসরি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়ে দিলেন ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে গভীর আলোচনা চালাচ্ছে আমেরিকা। ট্রাম্পের এই বার্তার পর আলোচনাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

এর আগে গোটা বিশ্বে শুল্কযুদ্ধ (tariff war) শুরু করার পর চীনের ওপর ১২৫% শুল্ক লাগু করেও তা প্রত্যাহার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক লাগু করার পর গোটা বিশ্বে সমালোচিত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নীতি। যদিও তাতেও উদ্ধত ট্রাম্প ছিলেন একেবারেই অনড়। তবে পরিস্থিতির পরিবর্তন হয়েছে সম্প্রতি চিনে এসসিও সামিট-এর (SCO Summit) পর।

এসসিও সামিটে চিন, রাশিয়ার পাশে ভারত দাঁড়িয়ে যাওয়ায় আমেরিকায় প্রবল প্রতিক্রিয়া হয়। ট্রাম্প নিজে এশিয়ার এই তিন শক্তিধর দেশের জন্য শুভেচ্ছা কামনা করেন। সেই সঙ্গে ইঙ্গিত দেন ভারতের সঙ্গে আপাতত আর কোনও বাণিজ্য আলোচনায় যাবে না আমেরিকা।

মাত্র কয়েক দিনের মধ্যেই উল্টো সুর ট্রাম্পের (Donald Trump)। এবার ঘোষণা করলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য নিয়ে যে বাধা রয়েছে তা কাটাতে শুরু হয়েছে আলোচনা। তিনি ইঙ্গিত দেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ‘বন্ধু’ মোদির সঙ্গে আলোচনাতেও বসতে পারেন তিনি। এমনকি স্পষ্ট করে দেন দু’দেশের মধ্যে বাণিজ্য নিয়ে সমঝোতায় পৌঁছাতে কোনও সমস্যা হবে না।

 

আরও পড়ুন: পরিস্থিতি খুব খারাপ! পানিট্যাঙ্কি দিয়ে নেপাল-ফেরৎ ভারতীয়রা প্রাণ ফিরে পেলেন

ট্রাম্পের এই বার্তার পাল্টা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, দুই দেশের বাণিজ্য আলোচনায় অবশ্যই দুই দেশের পারস্পরিক আদান-প্রদানের পথ খুলবে। দ্রুত সেই পথ খোলার চেষ্টা চালাচ্ছে ভারত। সেখানেই অর্থনীতিকদের প্রশ্ন, সমঝোতা কী ভারতের স্বার্থ বিসর্জন দিয়ে করলেন মোদি। মেনে নেওয়া হবে আমেরিকার সব শর্ত, প্রশ্ন রাজনীতিকদের।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version