Thursday, December 11, 2025

ভাগ্য সঙ্গ দিল না, এশিয়ান কাপে খেলার সুযোগ অধরা ভারতের অনূর্ধ্ব ২৩ দলের

Date:

Share post:

ভাগ্য সঙ্গ দিল  না ভারতের অনূর্ধ্ব ২৩ দলকে ( U23 India team)। ভালো খেলেও এশিয়ান কাপে ( Asian Cup) মূল পর্বে খেলার সুযোগ পেল না ভারতের যুবরা।  ভারতকে সরাসরি টুর্নামেন্টের মূল পর্বে সুযোগ পেতে ব্রুনেইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচেটা জিততে হত। ৬-০ গোলে জিতেও সেটা কার্যকর করা গেল না।

ভারতের অনেক অঙ্ক ছিল মূল পর্বে যাওয়ার জন্য। প্রথমত থাইল্যান্ড-মালয়েশিয়া ম্যাচ ড্র হলে ভারতের কাছে সুযোগ ছিল। ৯১ মিনিট পর্যন্ত ১-১ ড্র চলছিল ম্যাচটা! কিন্তু ৯২ মিনিটে থাইল্যান্ড গোল দিয়ে মূলপর্বে চলে গেল! উজবেকিস্তান-প্যালেস্তাইন ম্যাচ ড্র হলেও ভারতের মূলপর্বে যাওয়ার সুযোগ ছিল! শেষ মুহূর্তে উজবেকিস্তান গোল করে জিতে মূলপর্বে চলে গেল। ফলে ভারতের আর কোনও সুযোগ রইল না মূল পর্বে যাওার।

মঙ্গলবার, অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ব্রুনেইকে ৬-০ গোলে হারিয়ে দেয় ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।  নওশাদ মুসার ছেলেরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ম্যাচের একেবারে শুরু থেকে সাহিল হরিজনরা লাগাতার আক্রমণ করতে থাকেন যাতে গোল সংখ্যা আরও বাড়ানো যায়।

প্রতিপক্ষের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের ফরওয়ার্ডরা একের পর এক আক্রমণ করলেন,  কিন্তু যত বড় জয় প্রত্যাশা করা হচ্ছিল, তত বড় জয় এল না। এক এক করে ৬ বার ব্রুনেই রক্ষণ ভেদ হল। তাতেও আশা পূরণ হল না সমর্থকদের।

আরও পড়ুন: পুরো দল না পেয়েও সম্মানজনক ফল, খালিদে আস্থা রাখছেন মানস-দীপেন্দু

এর আগে  অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি ভারত। এবার সুবর্ণ সুযোগ ছিল। মঙ্গলবার ব্রুনেইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলেই ইতিহাস গড়তে পারতেন নৌশাদ মুসার ছেলেরা। এই ব্রুনেইয়ের বিরুদ্ধে গ্রুপের দুই শক্তিশালী দল বাহারিন এবং কাতার গোল করেছিল ১০ এবং ১৩। তবে এই টুর্নামেন্টে ভারতের যুব দল যা খেলেছে তাতে তাদের নিয়ে আশা করাই যায়।

spot_img

Related articles

ব্রিগেডে প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় গ্রেফতার ৩

রবিবার খাস কলকাতার বুকে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করায় দুই বিক্রেতাকে মারধর ও শারীরিকভাবে হেনস্থা করা...

বিয়ে ভাঙ্গার পর জনসমক্ষে স্মৃতি, জানালেন ‘প্রকৃত ভালবাসা’র কথা

বিশ্বকাপ জয়ের পর থেকে যেন ঝড় বয়ে গেছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার (Smriti Mandhana)...

আজ সারদা মায়ের ১৭৩-তম জন্মতিথি পুজো, ভোর থেকে ভক্তদের ঢল বেলুড়মঠ-বাগবাজার-জয়রামবাটিতে

জীবনে ভালো থাকতে চাইলে অন্যের দোষ দেখতে নেই। সকলের প্রতি সমান ভালবাসাতেই ঈশ্বর লাভের পথ দেখিয়েছিলেন যিনি, আজ...

কোচবিহারের পর আজ কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী, জননেত্রীর কথা শোনার অপেক্ষায় নদিয়ার তৃণমূল কর্মী -সমর্থকরা

কোচবিহারের পর এবার কৃষ্ণনগর। ফের এসআইআর-প্রতিবাদ সভায় ঝড় তুলবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সভা উপলক্ষে কৃষ্ণনগর...