Thursday, January 8, 2026

ভাগ্য সঙ্গ দিল না, এশিয়ান কাপে খেলার সুযোগ অধরা ভারতের অনূর্ধ্ব ২৩ দলের

Date:

Share post:

ভাগ্য সঙ্গ দিল  না ভারতের অনূর্ধ্ব ২৩ দলকে ( U23 India team)। ভালো খেলেও এশিয়ান কাপে ( Asian Cup) মূল পর্বে খেলার সুযোগ পেল না ভারতের যুবরা।  ভারতকে সরাসরি টুর্নামেন্টের মূল পর্বে সুযোগ পেতে ব্রুনেইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচেটা জিততে হত। ৬-০ গোলে জিতেও সেটা কার্যকর করা গেল না।

ভারতের অনেক অঙ্ক ছিল মূল পর্বে যাওয়ার জন্য। প্রথমত থাইল্যান্ড-মালয়েশিয়া ম্যাচ ড্র হলে ভারতের কাছে সুযোগ ছিল। ৯১ মিনিট পর্যন্ত ১-১ ড্র চলছিল ম্যাচটা! কিন্তু ৯২ মিনিটে থাইল্যান্ড গোল দিয়ে মূলপর্বে চলে গেল! উজবেকিস্তান-প্যালেস্তাইন ম্যাচ ড্র হলেও ভারতের মূলপর্বে যাওয়ার সুযোগ ছিল! শেষ মুহূর্তে উজবেকিস্তান গোল করে জিতে মূলপর্বে চলে গেল। ফলে ভারতের আর কোনও সুযোগ রইল না মূল পর্বে যাওার।

মঙ্গলবার, অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ব্রুনেইকে ৬-০ গোলে হারিয়ে দেয় ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।  নওশাদ মুসার ছেলেরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ম্যাচের একেবারে শুরু থেকে সাহিল হরিজনরা লাগাতার আক্রমণ করতে থাকেন যাতে গোল সংখ্যা আরও বাড়ানো যায়।

প্রতিপক্ষের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের ফরওয়ার্ডরা একের পর এক আক্রমণ করলেন,  কিন্তু যত বড় জয় প্রত্যাশা করা হচ্ছিল, তত বড় জয় এল না। এক এক করে ৬ বার ব্রুনেই রক্ষণ ভেদ হল। তাতেও আশা পূরণ হল না সমর্থকদের।

আরও পড়ুন: পুরো দল না পেয়েও সম্মানজনক ফল, খালিদে আস্থা রাখছেন মানস-দীপেন্দু

এর আগে  অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি ভারত। এবার সুবর্ণ সুযোগ ছিল। মঙ্গলবার ব্রুনেইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলেই ইতিহাস গড়তে পারতেন নৌশাদ মুসার ছেলেরা। এই ব্রুনেইয়ের বিরুদ্ধে গ্রুপের দুই শক্তিশালী দল বাহারিন এবং কাতার গোল করেছিল ১০ এবং ১৩। তবে এই টুর্নামেন্টে ভারতের যুব দল যা খেলেছে তাতে তাদের নিয়ে আশা করাই যায়।

spot_img

Related articles

কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের অভিঘাতে প্রাণহানি! ফের এসআইআর আতঙ্কে মৃত্যু রাজ্যে

ফের কেন্দ্রের অপরিকল্পিত সিদ্ধান্তের বলি বাংলার আরও চার নাগরিক। উত্তর ২৪ পরগনার বারাসত, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দিনহাটা ১...

রূপনারায়ণে পলি জমা রুখতে ড্রেজিং শুরু, কোলাঘাট বিদ্যুৎকেন্দ্র রক্ষায় পদক্ষেপ রাজ্যের

রূপনারায়ণ নদীতে পলি জমে জলপ্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দূর করতে এবং কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন নির্বিঘ্ন রাখতে...

বিদেশে থাকা ভোটারদের জন্য এসআইআরের শুনানিতে ছাড় ঘোষণা কমিশনের 

শিক্ষা, চিকিৎসা বা সরকারি কাজসহ নানা প্রয়োজনে অস্থায়ীভাবে বিদেশে থাকা ভোটারদের জন্য এসআইআর সংক্রান্ত শুনানি প্রক্রিয়ায় বিশেষ ছাড়...

ভোটের আবহে ইডির সক্রিয়তা! I PAC দফতরে তল্লাশি ঘিরে বিজেপিকে নিশানা অখিলেশের 

ভোটের আগে তৃণমূল কংগ্রেসের সব গোপন নথি হাতাতে আইপ্যাকের দফতরে ইডি হানা। আইপ্যাকের সল্টলেকের দফতরে এবং সংস্থার কর্ণধার...