Thursday, November 13, 2025

ভাগ্য সঙ্গ দিল না, এশিয়ান কাপে খেলার সুযোগ অধরা ভারতের অনূর্ধ্ব ২৩ দলের

Date:

ভাগ্য সঙ্গ দিল  না ভারতের অনূর্ধ্ব ২৩ দলকে ( U23 India team)। ভালো খেলেও এশিয়ান কাপে ( Asian Cup) মূল পর্বে খেলার সুযোগ পেল না ভারতের যুবরা।  ভারতকে সরাসরি টুর্নামেন্টের মূল পর্বে সুযোগ পেতে ব্রুনেইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে ম্যাচেটা জিততে হত। ৬-০ গোলে জিতেও সেটা কার্যকর করা গেল না।

ভারতের অনেক অঙ্ক ছিল মূল পর্বে যাওয়ার জন্য। প্রথমত থাইল্যান্ড-মালয়েশিয়া ম্যাচ ড্র হলে ভারতের কাছে সুযোগ ছিল। ৯১ মিনিট পর্যন্ত ১-১ ড্র চলছিল ম্যাচটা! কিন্তু ৯২ মিনিটে থাইল্যান্ড গোল দিয়ে মূলপর্বে চলে গেল! উজবেকিস্তান-প্যালেস্তাইন ম্যাচ ড্র হলেও ভারতের মূলপর্বে যাওয়ার সুযোগ ছিল! শেষ মুহূর্তে উজবেকিস্তান গোল করে জিতে মূলপর্বে চলে গেল। ফলে ভারতের আর কোনও সুযোগ রইল না মূল পর্বে যাওার।

মঙ্গলবার, অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ব্রুনেইকে ৬-০ গোলে হারিয়ে দেয় ভারতের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।  নওশাদ মুসার ছেলেরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ম্যাচের একেবারে শুরু থেকে সাহিল হরিজনরা লাগাতার আক্রমণ করতে থাকেন যাতে গোল সংখ্যা আরও বাড়ানো যায়।

প্রতিপক্ষের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ভারতীয় অনূর্ধ্ব-২৩ দলের ফরওয়ার্ডরা একের পর এক আক্রমণ করলেন,  কিন্তু যত বড় জয় প্রত্যাশা করা হচ্ছিল, তত বড় জয় এল না। এক এক করে ৬ বার ব্রুনেই রক্ষণ ভেদ হল। তাতেও আশা পূরণ হল না সমর্থকদের।

আরও পড়ুন: পুরো দল না পেয়েও সম্মানজনক ফল, খালিদে আস্থা রাখছেন মানস-দীপেন্দু

এর আগে  অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পায়নি ভারত। এবার সুবর্ণ সুযোগ ছিল। মঙ্গলবার ব্রুনেইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলেই ইতিহাস গড়তে পারতেন নৌশাদ মুসার ছেলেরা। এই ব্রুনেইয়ের বিরুদ্ধে গ্রুপের দুই শক্তিশালী দল বাহারিন এবং কাতার গোল করেছিল ১০ এবং ১৩। তবে এই টুর্নামেন্টে ভারতের যুব দল যা খেলেছে তাতে তাদের নিয়ে আশা করাই যায়।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version