Sunday, December 14, 2025

প্রাক্তন প্রধান বিচারপতির হাতেই দায়িত্ব যাচ্ছে নেপালের

Date:

রক্তক্ষয়ী-জ্বলন্ত সংগ্রামের মধ্যে দিয়ে নেপালে গণঅভ্যুত্থানে পতন হয়েছে কেপি শর্মা ওলি সরকারের। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কারকিকে (Sushila Karki) বাছল সেদেশের জ়েন জি। বাংলাদেশের ইউনুসের মতোই সুশীলা সরাসরি রাজনৈতিক ব্যক্তি নন। তিনি নেপালের (Nepal) প্রাক্তন প্রধান বিচারপতি।

মূলত নবীন প্রজন্মের আন্দোলনের জেরেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন ওলি। এবার কার হাতে যাবে নেপালের (Nepal) শাসনভার? অনেকে মনে করেছিলেন, সেনা শাসন জারি হবে। কিন্তু সেই জল্পনা আগেই উড়িয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রী বাছতে বুধবার, ৫ হাজারেরও বেশি যুবক-যুবতী ভার্চুয়াল বৈঠকে যোগ দেন। প্রথমে কাঠমাণ্ডুর মেয়র বালেন্দ্র শাহের নাম প্রথমে শোনা যায়। কিন্তু বারবার তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি নাকি ফোন ধরেনি, কোনও যোগাযোগও করেননি। এদিন, জেন-জ়িদের প্রতিনিধি বলেন, “উনি যেহেতু আমাদের ফোন ধরেননি, তাই আমরা অন্য নাম বেছেছি। সবথেকে বেশি সমর্থন পেয়েছেন সুশীলা কারকি।”

সুশীলার নাম প্রস্তাবের সময় তিনি জানিয়ে ছিলেন, অন্তত ১ হাজার জনের সই করা সমর্থনপত্র পেলে, তবেই তিনি রাজি হবে। সূত্রের খবর, আড়াই হাজারেরও বেশি মানুষ সুশীলার সমর্থনে স্বাক্ষর করেছেন। সুতরাং পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত সুশীলা নেপালের দায়িত্ব সামলাবেন।

একই ভাবে অরাজনৈতিক ব্যক্তি মহম্মদ ইউনুসকে বেছে ছিলেন বাংলাদেশের হাসিনা বিরোধী মানুষ। কথা ছিল, তিনমাসের মধ্যে দেশে নির্বাচন করাবেন তিনি। কিন্তু বছর ঘুরে গেলেও সাধারণ নির্বাচনের দেখা নেই পদ্মাপাড়ে। অনেকেই এখন ইউনুসের উপর বিরক্ত। এমনকী, যাঁরা তার হাতে ক্ষমতা তুলে দিয়েছিল, তাঁরাও এখন তদারকি সরকারের ভূমিকায় হতাশ। এবার নেপালে এই পরিস্থিতিতে সুশীলা কী করেন, সেদিকেই নজর বিশ্বের।

Related articles

যুবভারতী কাণ্ডে ১৪ দিনের পুলিশ হেফাজত শতদ্রু দত্তের

যুবভারতী কাণ্ডে ১৪ দিনের পুলিশ হেফাজত মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তের(Shatadru Dutta)। রবিবার তাঁকে বিধানগর আদালতে তোলা...

যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে মুখ্যমন্ত্রীর তৈরি তদন্ত কমিটি

যুবভারতী স্টেডিয়ামে(Yubha Bharati) মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার ঘটনায় শনিবার তদন্ত কমিটি গড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্ত কমিটির...

ইসলামপুরে এলাকা দখলের লড়াইয়ে বোমাবাজি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নাবালিকার

উত্তর দিনাজপুরের ইসলামপুরে (Islampur, North Dinajpur) দুই গোষ্ঠীর লড়াইয়ে প্রাণ গেল অষ্টম শ্রেণীর ছাত্রীর। ১২ বছরের নাবালিকা নাম...

শিক্ষকের মাথায় ধরল বন্দুক ধরল ছাত্র! ভয়ংকর ঘটনা বিজেপি রাজ্যে

ভয়ঙ্কর ঘটনা বিজেপি রাজ্যে! সামনেই বোর্ড এক্সাম এদিকে পড়াশোনায় মন নেই তাই ওড়িশার (Odisha) কেন্দ্রপাড়ায় নবম শ্রেণির এক...
Exit mobile version