পশুর সংখ্যা নিয়ে বিতর্কের মধ্যেই দুঃসংবাদ। ২৪ ঘণ্টায় আলিপুর চিড়িয়াখানায় (Alipur Zoo) মৃত্যু হল দুই বাঘিনীর (Tigress)। মঙ্গলবার সকালে মৃত্যু হয় পায়েলের। আর বুধবার মারা যায় রূপা। তবে কী কারণে এই মৃত্যু তা এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি। যদিও অরণ্য ভবন সূত্রে খবর, দুই বাঘিনীই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল। সিডব্লুইউএলডব্লুউ নির্দেশে জোড়া বাঘিনীর মৃত্যুর তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। দুই বাঘিনীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। করা হবে ভিসেরা পরীক্ষাও।

ওড়িশার নন্দনকানন থেকে ২০১৬ সালে পায়েলকে নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানায়। তার বয়স হয়েছিল ১৭ বছর। বহুদিন ধরে অসুস্থ ছিল বৃদ্ধ বাঘিনী। খাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল। মাস তিনেক আগে ইউএসজিও করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চিকিৎসার ব্যবস্থা করা চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিকিৎসায় সাড়াও দিচ্ছিল। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

সাদা বাঘ অনির্বাণ ও হলুদ কালো ডোরাকাটা বাঘিনী কৃষ্ণার মেয়ে সাদা বাঘিনী রূপার জন্ম আলিপুরেই। বয়স
হয়েছিল ২১ বছর। তার একটি পা প্যারালাইসি হয়ে গিয়েছিল। হাটাচলা ক্ষমতা হারিয়ে ফেলে। ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যাতেও। পায়েলের মৃত্যুর একদিন পরেই মৃত্যু হল রূপার। এখন এই জোড়া মৃত্যু নিয়ে তদন্ত কমিটি কী রিপোর্ট দেয় সেদিকেই তাকিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আরও পড়ুন- গুজবে কান দেবেন না: পুজোর আগে সতর্ক করলেন কলকাতার পুলিশ কমিশনার

_

_

_

_

_

_
_

