Friday, November 14, 2025

সুপার সিক্সে সহজ জয়, চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকবে ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারই

Date:

কলকাতা লিগে সুপার সিক্সের (CFL Super Six) লড়াইয়ে ইউনাইটেড স্পোর্টস  ক্লাবকে ৩-০ গোলে হারাল ইস্টবেঙ্গল ( East Bengal)। বৃহস্পতিবার মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলল লাল হলুদ। সবুজ গালিচায় মসৃণ জয় লাল হলুদের।

এই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না  দেবজিত মজুমদার, সৌভিক চক্রবর্তী, রাহুল ভিপি। অন্যদিকে ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড লাইনে ছিলেন ডেভিড এবং অমন সিকে। ২৯ মিনিটে ইউনাইটেড সুযোগ পায়। লাল-হলুদ গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।  প্রথমার্ধ শেষ হওয়ার আগে আমন সিকের ভাসানো বল থেকে নসিব রহমানের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। প্রথমার্ধ শেষে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে বিনো জর্জের দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চমক ৪৮ মিনিটে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে ইস্টবেঙ্গলকে ২-০ গোলের লিড এনে দেন বিষ্ণু। ৬৮ মিনিটে গুইতের গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এই মরশুমে নিজেদের মাঠে প্রথম ম্যাচ খেললো ইস্টবেঙ্গল। কিন্তু দর্শক সেই ভাবে মাঠে আসেনি।

অন্য  ম্যাচে ডায়মন্ডহারবার এফ সি ( DHFC) ৪-০ গোলে হারাল সুরুচি সংঘকে।১৬ মিনিটে ডায়মন্ড হারবারকে  এগিয়ে দেন শৈবোরলাং খার্পন। ৩৭ এবং ৪০ মিনিটে আরও দু’টি গোল করেন আকিব নবাব। ৭০ মিনিটে অমরনাথ গোল করে সুরুচির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। গতবারের কলকাতা লিগে প্রথম স্থানের জন্য লড়াই ছিল মূলত ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবার এফসির মধ্যে। এবারও তার পুনরাবৃত্তি হতে চলেছে।

আরও পড়ুন: বেলুড়ে স্বামী বিবেকানন্দ কাপের সূচনা, ভূমিপুত্রের সন্ধানে জেলায় জোর অরূপের

অন্যদিকে, চিনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলতে যাবে ইস্টবেঙ্গলের মহিলা ব্রিগেড। গ্রুপ বি-তে লাল হলুদের প্রতিপক্ষ চিনের উহান জিয়াংদা উইমেন্স এফসি, ইরানের বাম খাতুন এফসি এবং উজবেকিস্তানের পিএফসি নাসাফ। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা ১৭-২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলি। গ্রুপে শীর্ষে থাকা দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে।

এদিকে ইস্টবেঙ্গল মাঠ থেকে চুরি গিয়েছে ফ্লাড লাইটের একাংশ। ক্লাব কর্তা দেবব্রত সরকার বলেছেন,  রাস্তার দিকে ফ্লাড লাইটের একা্ংশ চুরি হয়েছে প্রায় ১০-১২ লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে।

 

 

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...
Exit mobile version