Sunday, November 9, 2025

বিতর্কিত মানচিত্র থেকে অযোধ্যা প্রসঙ্গ! ক্ষমতা হারানোর দায়ভার ভারতের ঘাড়ে চাপালেন ওলি

Date:

Share post:

কুর্সি থেকে সরে গিয়েও ভারতকে নিশানা করতে ছাড়লেন না নেপালের কমিউনিস্ট নেতা কেপি শর্মা ওলি। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার পরে দলের সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেলকে লেখা এক চিঠিতে দাবি করেছেন, নয়াদিল্লিকে সংবেদনশীল বিষয়ে চ্যালেঞ্জ করার কারণেই তাঁকে ক্ষমতা ছাড়তে হয়েছে। জানা গিয়েছে, গণবিক্ষোভের আঁচ এড়াতে আপাতত শিবপুরী সেনানিবাসে আশ্রয় নিয়েছেন ওলি। সেখান থেকেই তিনি অভিযোগ করেছেন, বিতর্কিত মানচিত্র ও অযোধ্যা প্রসঙ্গে ভারতের বিরোধিতা করার ফলেই ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে তাঁকে।

২০২০ সালের জুনে তাঁর উদ্যোগেই নেপালের পার্লামেন্টে পাশ হয়েছিল সংবিধান সংশোধনী বিল, যাতে অন্তর্ভুক্ত করা হয়েছিল উত্তরাখণ্ডের লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখকে। ভারত সরকারের তরফে তখনই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল, নেপালের এই পদক্ষেপ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। পাশাপাশি বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছিল, ১৯৫৪ সাল থেকে লিপুলেখ গিরিপথ দিয়ে ভারত-চিন সীমান্ত বাণিজ্য চলেছে, যা ইতিহাসসিদ্ধ।

শুধু মানচিত্র নয়, একই বছরে ওলি দাবি করেছিলেন, অযোধ্যার অবস্থান আসলে নেপালে, আর রাম নেপালি। তাঁর বক্তব্য, কাঠমান্ডুর কাছে একটি গ্রামই নাকি আসল অযোধ্যা। সেই মন্তব্য ঘিরে সে সময় নয়াদিল্লি-কাঠমান্ডু সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছেছিল। অতিমারির সময়ও ভারতকে নিশানা করে ওলি বলেছিলেন, করোনাভাইরাস নেপালে ছড়িয়েছে ভারতের কারণে, ভারতের ভাইরাস নাকি চিন বা ইতালির ভাইরাসের চেয়েও মারাত্মক। কিন্তু উৎস দেশ চিন নিয়ে নীরব ছিলেন তিনি। দলের সাধারণ সম্পাদককে লেখা চিঠিতে ওলির আক্ষেপ, লিপুলেখ ইস্যুতে ভারতকে চ্যালেঞ্জ না করলে তিনি এখনও প্রধানমন্ত্রী থাকতেন। তাঁর কথায়, অযোধ্যায় রামের জন্ম প্রসঙ্গে ভারতের বিরোধিতা করার কারণেই আমাকে ক্ষমতা ছাড়তে হয়েছে।

আরও পড়ুন- গুজবে কান দেবেন না: পুজোর আগে সতর্ক করলেন কলকাতার পুলিশ কমিশনার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...