Saturday, November 15, 2025

বেলুড়ে স্বামী বিবেকানন্দ কাপের সূচনা, ভূমিপুত্রের সন্ধানে জেলায় জোর অরূপের

Date:

স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১৩৩ বছর পূর্তির স্মরণে রাজ্যের ক্রীড়া দফতর ও আইএফএর যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দ কাপে(Swami Vivekananda Cup ) সূচনা হল। বৃহস্পতিবার বেলুড় মঠের শিল্প মন্দিরের মাঠে এই কাপের সূচনা  হল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ( Aroop Biswas),  মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বিধায়ক গৌতম চৌধুরি, ডাঃ রাণা চট্টোপাধ্যায়, কল্যাণ ঘোষ সহ বেলুর মঠের একাধিক মহারাজ। প্রতিযোগিতার কিক অফ করেন ক্রীড়ামন্ত্রী।

১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগোতে ধর্মীয় সম্মেলনে স্বামী বিবেকানন্দের সেই বক্তৃতা আজও অবিস্মরণীয়। তারই ১৩৩ বছর পূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি চলতি বছরে আইএফএ-র ও ১৩৩ বছর। এই দুটির সমন্বয়েই স্বামী বিবেকানন্দ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

প্রতিটি জেলা থেকে ৮টি করে দল প্রতিযোগিতায় অংশ নেবে। ৩৪৮টি খেলা হবে। মোট পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা। বিজয়ী ক্লাবকে ৫ লক্ষ টাকা ও রানার্স দলকে ৩ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, “স্বামীজির বাণীও আদর্শকে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাধর ফুটবলার তুলে আনতে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিন মাস চলবে এই প্রতিযোগিতা। বেলুর হচ্ছে স্বামীজির কর্মভূমি তাই এখান থেকেই সব জেলার টুর্নামেন্টের সূচনা হল।”

আরও পড়ুন: আসল পরীক্ষা এখনও বাকি, ভারতের পারফরম্যান্স নিয়ে বিশ্লেষণে সৌরাশিস-শিব শঙ্কর

কলকাতা লিগে ভূমিপু্ত্রের সংখ্যা নিয়ে গত মরশুম  থেকেই বিতর্ক চলছে। ক্রীড়ামন্ত্রী ভূমিপুত্রের সংখ্যা বৃদ্ধি করার দাবি তুলেছেন। স্বামী বিবেকানন্দ কাপের উদ্বোধনী অনুষ্ঠান থেকে তিন  প্রধানের ক্লাবগুলির কাছে আবেদনও রাখলেন ক্রীড়ামন্ত্রী। তাঁর কথায়, “আমরা প্রায়ই শুনি বাংলায় ফুটবলার নেই তাই ভিন রাজ্য থেকে ফুটবলার এনে খেলাতে হয়। আমি কলকাতার বড় ক্লাবদের বলব জেলায় গিয়ে এই টুর্নামেন্টের ম্যাচগুলো দেখুন। অনেক নতুন প্রতিভার সন্ধান পাবেন।”

 

Related articles

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...
Exit mobile version