Sunday, November 16, 2025

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য অর্জুনের, পার্থর নেতৃত্বে প্রতিবাদ বারাকপুরের তৃণমূল সৈনিকদের

Date:

প্রতিবেশী রাষ্ট্র নেপালের ঘটনাকে প্রেক্ষাপট করে বারাকপুরের বিজেপি নেতা যে উস্কানিমূলক মন্তব্য করেছের তার প্রতিবাদে গর্জে উঠল বারাকপুরের তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা। পাশাপাশি অর্জুন সিংয়ের (Arjun Singh) মন্তব্যের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান কী তা সাংবাদিক বৈঠক করে জানালেন দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmik)। বুধবার রাতে পার্থ সাংবাদিকদের জানান, অর্জুন সিং যে জঘন্য মন্তব্য করেছেন তার প্রতিবাদে বারাকপুর পুলিশ কমিশনারেটর বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অর্জুন সিং যুবসমাজের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য ও গন্ডগোল পাকানোর চক্রান্ত করছে। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে আইনানুগ ব্যবস্থা নিতে।

বুধবার তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক বিজেপিনেতা অর্জুন সিং-কে ‘ক্রিমিনাল’ ও ‘খুনি’ তকমা দিয়ে বলেন, ‘অর্জুন সিং যে মন্তব্য করেছেন তা আদপে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের ইঙ্গিত বহন করে। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমরা চাই পুলিশ যথাযথ ব্যবস্থা নিক। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হলে তৃণমূল কংগ্রেসের সদস্য, সমর্থক ও বাংলার মানুষ অর্জুন সিংকে ছেড়ে দেবে না। তার যোগ্য জবাব দিয়ে দেবে।’ পাশাপাশি তিনি বিজেপি সরকারের বিরুদ্ধে আরও বলেন যে ‘দেশে একটা স্বৈরাচারী সরকার চলছে। কিন্তু আমরা চাই না আমাদের দেশে নেপালের এমন গণহত্যা সংগঠিত হোক। এরপরই পার্থর প্রশ্ন, অর্জুনের বক্তব্যকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য কি সমর্থন করেন? এ প্রশ্নের উত্তর জানতে চায় বাংলা।

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version