প্রতিদিন খবর করাই যাদের কাজ, শুক্রবার তারাই মাঠে নামলেন বল পায়ে। কলকাতা প্রেস ক্লাব (Press Club) আয়োজন করেছিল সাংবাদিকদের ফুটবল টুর্মামেন্ট। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিশ্ব বাংলা সংবাদ (Biswa Bangla Sangbad)।
১১ দলকে নিয়ে একদিনের জমজমাট ফুটবল টুর্নামেন্ট। প্রিন্ট, বৈদ্যুতিন, ডিজিটাল মিডিয়া হাউস গুলি অংশ নিয়েছিল। লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস হল। লটারি পরিচালনা করলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য।
টুর্নামেন্টের উদ্বোধন করলেন মানস ভট্টাচার্য, গৌতম সরকার এবং কুন্তলা ঘোষ দস্তিদার। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ গুলো হল। প্রতিটি দল পেশাদারী মানসিকতা নিয়ে খেলতে নামে। কলম-বুম হাতে নিয়ে কাজ করা সাংবাদিক এবং সংবাদ কর্মীরা যে বল পায়েও কোনও অংশে কম যান না তা বুঝিয়ে দিলেন।
প্রথম ম্যাচে বাংলা জাগোর মুখোমুখি হয়েছিল বিশ্ব বাংলা সংবাদ। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। এরপর টাইব্রেকারে দুই দলই তিনটি করে শটে গোল করতে পারেনি। শেষে টসে ম্যাচ জিতে নেয় বিশ্ব বাংলা সংবাদ।কোয়ার্টার ফাইনালে ইকো অফ ইন্ডিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে মসৃণ জয় পেয়ে সেমিফাইনালে উঠে বিশ্ব বাংলা সংবাদ।
সেমিফাইনালে প্রেস ক্লাব এ দলকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে স্থান করে নেয় বিশ্ব বাংলা সংবাদ। মেগা ফাইনালে সংবাদ প্রতিদিনের মুখোমুখি হয়েছিল বিশ্ব বাংলা সংবাদ। এই ম্যাচের আগে দুই দলের ফুটবলারদের শুভেচ্ছা জানান তৃণমূল নেতা তথা সাংবাদিক কুনাল ঘোষ, প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক। ফাইনালে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হল বিশ্ব বাংলা সংবাদ। জিতে মাঠে উল্লাসে মাতেন জয়ী দলের ফুটবলাররা। দুই বছর আগে প্রতিদিনের কাছে হারের বদলা নিল বিশ্ব বাংলা সংবাদ।
