আজ রেকের সমস্যা তো কাল ট্র্যাকের, সম্প্রতি কলকাতা মেট্রো (Kolkata Metro) তার পরিষেবার বহরে ‘বনগাঁ লোকাল’ আখ্যা পেয়েছে। আর এবার পুজোর মুখে যখন প্রত্যেকদিন ভিড় বাড়ছে, তখন এক ধাক্কায় ৩২টি মেট্রো কম চালানোর পরিকল্পনা! অর্থাৎ দক্ষিণেশ্বর (Dakshineswar) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দৈনিক ২৭২টি পরিষেবার সংখ্যা কমে দাঁড়াচ্ছে ২৪০-এ। এটা কি ছেলেখেলা হচ্ছে? বেজায় চটেছেন যাত্রীরা।

কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গেছে, বর্তমানে ইস্ট–ওয়েস্ট ও উত্তর–দক্ষিণ করিডর মিলিয়ে হাতে আছে মাত্র ২৮টি রেক। এতেই দিনভর যাত্রী চাপ সামলাতে হচ্ছে। ফলে সমস্যা বাড়ছে। এই দুর্ভোগ সামাল দিতে আপাতত মেট্রো পরিষেবা কাটছাঁট করা ছাড়া আর কোনও উপায় নেই। রেলের এই ‘হাস্যকর’ যুক্তিতে বেজায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। তাঁরা বলছেন, যখন পুজোর সময় শহরে ভিড় বাড়ে তখন কোন আক্কেলে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হল? এতে তো উল্টে মেট্রোর উপর চাপ আরও বাড়বে। পাতালরেল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন পরিকল্পনা অনুযায়ী, পুরোপুরি বন্ধ হচ্ছে না পরিষেবা। প্রতিদিন দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত চলবে এই ৩২টি ট্রেন। অর্থাৎ শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে না। তাহলে একেবারে দক্ষিণ থেকে যারা উত্তরে যাওয়ার জন্য মেট্রোর উপর ভরসা করেন তাঁদের ভোগান্তির কী হবে? এই প্রশ্নের উত্তর নেই মেট্রো আধিকারিকদের কাছে। তাঁদের যুক্তি, পরিষেবা কমলেও ট্রেন চলবে নির্দিষ্ট ব্যবধানে। এতেই নাকি চাপ কমবে। যদিও এই যুক্তি মানতে পারছেন না যাত্রীরা। তাঁদের প্রশ্ন নতুন রেক কেন আনা হচ্ছে না? সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার নামে কলকাতা মেট্রোর ছেলেখেলা কবে বন্ধ হবে? প্রশ্নগুলো সহজ আর স্বাভাবিক হলেও উত্তর মেলেনি।

–

–

–

–

–

–

–

–
–