দক্ষিণেশ্বর- শহিদ ক্ষুদিরাম রুটে কমছে মেট্রো, পরিষেবার নামে ছেলেখেলা? ক্ষুব্ধ যাত্রীরা

Date:

Share post:

আজ রেকের সমস্যা তো কাল ট্র্যাকের, সম্প্রতি কলকাতা মেট্রো (Kolkata Metro) তার পরিষেবার বহরে ‘বনগাঁ লোকাল’ আখ্যা পেয়েছে। আর এবার পুজোর মুখে যখন প্রত্যেকদিন ভিড় বাড়ছে, তখন এক ধাক্কায় ৩২টি মেট্রো কম চালানোর পরিকল্পনা! অর্থাৎ দক্ষিণেশ্বর (Dakshineswar) থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত দৈনিক ২৭২টি পরিষেবার সংখ্যা কমে দাঁড়াচ্ছে ২৪০-এ। এটা কি ছেলেখেলা হচ্ছে? বেজায় চটেছেন যাত্রীরা।

কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গেছে, বর্তমানে ইস্ট–ওয়েস্ট ও উত্তর–দক্ষিণ করিডর মিলিয়ে হাতে আছে মাত্র ২৮টি রেক। এতেই দিনভর যাত্রী চাপ সামলাতে হচ্ছে। ফলে সমস্যা বাড়ছে। এই দুর্ভোগ সামাল দিতে আপাতত মেট্রো পরিষেবা কাটছাঁট করা ছাড়া আর কোনও উপায় নেই। রেলের এই ‘হাস্যকর’ যুক্তিতে বেজায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। তাঁরা বলছেন, যখন পুজোর সময় শহরে ভিড় বাড়ে তখন কোন আক্কেলে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হল? এতে তো উল্টে মেট্রোর উপর চাপ আরও বাড়বে। পাতালরেল কর্তৃপক্ষ জানিয়েছে নতুন পরিকল্পনা অনুযায়ী, পুরোপুরি বন্ধ হচ্ছে না পরিষেবা। প্রতিদিন দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) পর্যন্ত চলবে এই ৩২টি ট্রেন। অর্থাৎ শহীদ ক্ষুদিরাম পর্যন্ত যাবে না। তাহলে একেবারে দক্ষিণ থেকে যারা উত্তরে যাওয়ার জন্য মেট্রোর উপর ভরসা করেন তাঁদের ভোগান্তির কী হবে? এই প্রশ্নের উত্তর নেই মেট্রো আধিকারিকদের কাছে। তাঁদের যুক্তি, পরিষেবা কমলেও ট্রেন চলবে নির্দিষ্ট ব্যবধানে। এতেই নাকি চাপ কমবে। যদিও এই যুক্তি মানতে পারছেন না যাত্রীরা। তাঁদের প্রশ্ন নতুন রেক কেন আনা হচ্ছে না? সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার নামে কলকাতা মেট্রোর ছেলেখেলা কবে বন্ধ হবে? প্রশ্নগুলো সহজ আর স্বাভাবিক হলেও উত্তর মেলেনি।

 

spot_img

Related articles

১৩ দিন পর গ্রেফতার হরিদেবপুর গণধর্ষণ কাণ্ডের দ্বিতীয় অভিযুক্ত

অবশেষে হরিদেবপুর (Haridebpur) ধর্ষণ কাণ্ডে (rape case) আরও এক অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে টালিগঞ্জ (Tallygunge)...

২৬২ কোটির দুর্গাঙ্গন: কাজ শুরু হিডকো-র, তৈরি হবে দু’বছরেই!

দুর্গাঙ্গনের (Durgangan) কাজের জন্য দরপত্র ডেকে পদক্ষেপ শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই প্রজেক্টে কত খরচ হতে...

মার্কিন মুলুকে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক! পুলিশের গুলিতে মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

আমেরিকায় পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর। নিহত যুবকের নাম মহম্মদ নিজামুদ্দিন (৩০)। তিনি তেলেঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা, কর্মসূত্রে...

দুর্গাপুজোর সূচনা উদযাপনে জমজমাট সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের আগমনী অনুষ্ঠান

উৎসবের মরশুমের সূচনায় সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত বহুল প্রতীক্ষিত ‘আগমনী ২০২৫’-এর অনুষ্ঠান জমে উঠল সাউথ সিটি মলে।...