Sunday, November 16, 2025

সিনেমা জন্মালো, বাকিটাতে নিশ্চয়ই সমস্যা থাকবে না! সোহিনীকে মোক্ষম খোঁচা কুণালের

Date:

আরজি কর কাণ্ডের সময় অনেক সেলেবকেই দেখা গিয়েছিল রাস্তায় নেমে প্রতিবাদে। সেই প্রতিবাদে মুখ দেখিয়েছিলেন অভিনেত্রী সোহিনী সরকারও। আরজিকরে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার যখন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হেঁটেছেন, প্রথম থেকেই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে দোষীর সর্বোচ্চ সাজা চেয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন এই সোহিনীরা বাংলাকে বদনাম করতে নানারকম ব্যঙ্গ, বিদ্রুপ করেছেন।সেইসময় এই সোহিনী বাংলায় সন্তান জন্ম দেব না- বলতেও পিছু পা হননি। অর্থাৎ পশ্চিমবঙ্গের হাল এতটাই খারাপ যে সেখানে শিশুর জন্মই হতে পারে না। এই বিষয়ে নিয়ে এবার সোহিনীকে মোক্ষম খোঁচা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

দ্রোহ, বিপ্লব, রাতদখল- এইসব পেরিয়ে আবার স্ব স্ব ক্ষেত্রে এগিয়ে গিয়েছেন সেলেবরা। “উৎসবে থাকব”- না বলেও গত বছর পুজোর বিভিন্ন দ্রব্যের বিজ্ঞাপনের মুখ হয়েছেন এই সোহিনী সরকার। এবার তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের ছবিতে অভিনয় করেছেন তিনি। সেই ‘রঘু ডাকাত’-এর প্রমোশনে ঘুরে বেড়াচ্ছেন সারা বাংলা। তৃণমূল কংগ্রেসের যুবনেতার আয়োজনে ‘রঘু ডাকাত’-এর প্রমোশনে গিয়ে রীতিমতো পাগড়ি পরে পোজ দিলেন সোহিনী।

সোশ্যাল মিডিয়ায় সোহিনীর সেই ছবি পোস্ট করে চিমটি কাটেন কুণাল। লেখেন, “বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুবনেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়। সিনেমা যখন জন্ম নিল, তাহলে বাকিটাতে নিশ্চয়ই আর সমস্যা থাকবে না। শুভেচ্ছা রঘু ডাকাত।”

যেখানে কলকাতার পুলিশ যাকে অভিযুক্ত বলে ঘটনার একদিনের মধ্যে গ্রেফতার করেছিল, শেষ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আদালতে তাকেই দোষী হিসেবে চার্জশিট জমা দেয়। আদালতও সবদিক বিচার করে সেই সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে। বাংলার পুলিশের পাশে না থেকে শুধু সমালোচনা করে নিজেদের প্রচারের কৌশলের মোক্ষম জবাব দিলেন কুণাল।

আরও পড়ুন- উপজাতি মর্যাদার দাবিতে উত্তাল অসম! শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ পুলিশের, আহত শতাধিক

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...
Exit mobile version