ভারী বৃষ্টিপাতের জেরে পশ্চিম সিকিমে ভূমিধসে (West Sikkim Landslide) বাড়ছে মৃত্যু। মধ্যরাতে ইয়াংথাং-এর আপার রিমবিকে ভূমিধসের জেরে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। রাতে ঘুমের মধ্যে এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানা গেছে। পুলিশ সুপারিন্টেন্ডেন্ট গেইজিং, শেরিং শেরপা জানান বৃষ্টির কারণে উদ্ধার কাজে সমস্যা হওয়ায় সাহায্যের জন্য এগিয়ে আসেন গ্রামবাসীরা। এসএসবি বাহিনীর সহায়তায় পুলিশ কর্মীরা হিউম নদীর উপর একটি অস্থায়ী লগ ব্রিজ তৈরি করে ভূমিধসে আটকে পড়া আরও দুজন মহিলাকে উদ্ধার করেছেন।

–

–

–

–

–

–

–

–

–