Wednesday, November 5, 2025

অযোগ্যদের কোনও সুযোগ নয়: স্পষ্ট করল শীর্ষ আদালত, প্রশ্ন টাকা ফেরতের প্রক্রিয়া নিয়েও

Date:

কোনও ভাবেই অযোগ্যদের কোনও সুযোগ নয়। ফের শুনানিতে স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। শুক্রবার, SSC-র প্রকাশিত ‘অযোগ্য প্রার্থীর তালিকায়’ নাম থাকা বিকাশ পাত্রের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালতের মত, “আপনি অযোগ্য। আদালতের আর কিছু করার নেই।” এদিনের শুনানিতে অযোগ্যদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে কি না,সে বিষয়ে জানতে চায় শীর্ষ আদালত। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৭ সেপ্টেম্বর নির্বিঘ্নে হয়েছে নিয়োগ পরীক্ষা, ১৪ তারিখ পরের পরীক্ষা। টাকা ফেরতের কাজও এগোচ্ছে।

এদিন, বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। নিজেকে চাকরির যোগ্য বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন বিকাশ পাত্র। কিন্তু বেঞ্চ তাঁকে স্পষ্ট জানিয়ে দেয়, অযোগ্য বলে একবার চিহ্নিত হলে আদালতের আর কোনও হস্তক্ষেপের সুযোগ থাকে না।

একই সঙ্গে অযোগ্য প্রার্থীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কি না সে বিষয়েও জানতে চায় বিচারপতি সঞ্জয় কুমার ও অলোক আরাধের ডিভিশন বেঞ্চ। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সম্প্রতি ৭ তারিখের পরীক্ষা নির্ঝঞ্ঝাটে সম্পন্ন হয়েছে। সেই প্রক্রিয়ার পাশাপাশি ফেরত দেওয়ার কাজও এগোচ্ছে। তবে, বেঞ্চের তরফ থেকে স্পষ্ট জানানো হয়, SSC-র তালিকায় স্বচ্ছতার অভাব চোখে পড়ছে। তালিকার বিভ্রান্তি নিয়েও প্রশ্ন তোলে বেঞ্চ।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version