Thursday, November 13, 2025

গুটখা নিয়ে প্রশ্ন করতেই বেজায় চটলেন, কটাক্ষের জবাব দিলেন অক্ষয়

Date:

গুটখার বিজ্ঞাপন নিয়ে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বলিউডের খিলাড়ি। এবার সেই গুটখা খাওয়া নিয়ে এক সাংবাদিককে জোর ধমক দিলেন অক্ষয় কুমার (akshay kumar)। বুধবার কানপুরে ‘জলি এলএল বি ৩’র (jolly llb 3) ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিল ছবি তিন স্তম্ভ- অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি এবং সৌরভ শুক্লা।

অক্ষয় বরাবরই স্পষ্টভাষী। ‘জলি এলএল বি ৩’র (jolly llb 3) ট্রেলার উন্মোচনের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিন অভিনেতা। এর মাঝে এক সাংবাদিক অক্ষয়কে প্রশ্ন করেন, ছবিতে কি কানপুর শহরের ‘গুটখা’ সংস্কৃতি তুলে ধরা হয়েছে? এ প্রসঙ্গে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামতও জানতে চান সাংবাদিক। সপাটে জবাব দিয়ে অক্ষয় বলেন,”গুটখা খাওয়া উচিত নয়।” কিন্তু সাংবাদিক মাঝপথে বাধা দেওয়ার চেষ্টা করলে, অক্ষয় কড়া মন্তব্য করে বলেন, ‘ইন্টারভিউটা আমার না আপনার? আপনি আমার মুখে কথা ঢোকাবেন না… আমি বলছি, গুটখা খাওয়া খারাপ, ব্যস।”

আরও পড়ুন- পশ্চিম সিকিমের আপার রিমবিকে ভূমিধসে মৃত বেড়ে ৪

এই মুহূর্তে এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটপ্রভাবীরা পজিটি ও নেগেটিভ নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। তাঁর ভক্তরা তাঁকে ভালোবাসায় ভরিয়েছেন। একইসঙ্গে তারা অপেক্ষায় আছেন পর্দায় কবে ‘জলি এলএলবি ৩’ দেখতে পাবেন। এই ছবিতে অক্ষয় ফের জলি চরিত্রেই। তাঁর বিপরীতে আরশাদ ওয়ারসি। ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর। সৌরভ শুক্লা, আমৃতা রাও, হুমা কুরেশি এবং অন্নু কাপুরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

চলতই বছর বলিউডের খিলাড়ি (akshay kumar) একাধিক ছবিতে অভিনয় করেছেন— sky force, kesari chapter 2, housefull-5-এ। kannappa-তে অক্ষয়কে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। এই ছবি দিয়েই তাঁর তেলেগু ছবিতে অভিষেক। বর্তমানে তিনি শুটিং করছেন Haiwaan ছবিতে। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা সইফ আলি খান। শুধু তাই নয়, তিনি রয়েছেন হরর কমেডি ছবি ‘Bhoot Bangla’-তে, যা এখনও মুক্তি পায়নি।

_

_

_

_

_

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version