Friday, November 14, 2025

তপসিয়ায় চাঁদার জুলুম! আক্রান্ত ব্যবসায়ী নিজেই ক্লাবের প্রাক্তন সেক্রেটারি

Date:

দুর্গাপুজোর চাঁদার জুলুমের অভিযোগ খাস কলকাতার (Kolkata) তপসিয়ায় (Topsia)। চাঁদার দাবিতে স্থানীয় ব্যবসায়ী অমিত সরকারকে রাস্তায় ফেলে মারার ছবি ছড়িয়ে পড়েছে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও। গোবরা উজ্জ্বল সঙ্ঘের সদস্যদের একাংশের বিরুদ্ধে অভিযোগ। পুজোর চাঁদা দিতে দেরি হওয়ার অজুহাতে লোহার রড, বাঁশ দিয়ে প্রায় গোটা পরিবারকেই মারধর করা হয়েছে। তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন অমিত। হামলাকারীরা এলাকায় তৃণমূলের (TMC) সদস্য বলে পরিচিত। আক্রান্ত নিজেই ওই ক্লাবের প্রাক্তন সেক্রেটারি। আতঙ্কে আক্রান্ত পরিবার।

পেশায় ব্যবসায়ী অমিতের অভিযোগ, পুজোর চাঁদা বাবদ ১০ হাজার টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দেওয়াতেই ঝামেলার সূত্রপাত। তিনি জানান, তাঁর দুটি দোকান। একটি সাইকেলের ও একটি বাইকের পার্টসের দোকান রয়েছে। তাঁর দুটি দোকান থেকে লিখিতভাবে ৩ হাজার ও ১ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছিল। পাশপাশি আরও ৬  হাজার টাকা মৌখিকভাবে চাওয়া হয়। আক্রান্ত ব্যবসায়ীর দাবি, ”আগেও এক দফা চাঁদা চাওয়া হয়েছিল। সেইসময় তিনি দেবেন বলেছিলেন। কিন্তু পরে হঠাৎ করেই টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়। সেই টাকা দিতে অস্বীকার করায় এই হামলা।”

অভিযোগ, প্রথমে অমিতের ভাইকে গালিগালাজ করা হয়। চেঁচামেচি শুনতে পেয়ে নীচে দোকানে নেমে আসেন অন্য সদস্যরা। আচমকাই অমিতকে মারতে শুরু করেন চাঁদা চাইতে আসা যুবকরা। গুরুতর জখম হয়েছেন অমিতের স্ত্রী ও বাবা।

তপসিয়া (Topsia) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত। অমিতের অভিযোগ, হামলাকারীরা তৃণমূল (TMC) কর্মী। যে ক্লাবের চাঁদার নিয়ে এই ঘটনা সেখানকার সেক্রেটারি ছিলেন তিনি। কিন্তু পরে ক্লাব থেকে সরে আসেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...
Exit mobile version