দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পড়ুয়া খুনের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত!

Date:

Share post:

দিনে দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে (Dakshineswar Metro Station) দুই ছাত্রের মধ্যে বচসার জেরে নাবালক খুনের ঘটনায় অভিযুক্ত একাদশ শ্রেণির পড়ুয়াকে হাওড়া স্টেশন (Howrah station) থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী কারণে বচসা তা জানতে ঘটনাস্থলে উপস্থিত বাকি দুই পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানা গিয়েছে। খুনের কারণও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর মিলেছে।

শুক্রবার আলমবাজার এলাকার এসপি ব্যানার্জী রোডের বাসিন্দা মনোজিৎ (বাগবাজার উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র) পরীক্ষা দিয়ে ফেরার পথে আগরপাড়ার বাসিন্দা সহপাঠীর সঙ্গে কোনও বিষয়কে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়েন। এরপর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের এক্সিট গেট দিয়ে বেরিয়ে খাবারের স্টলের কাছে ফের ঝামেলা বাঁধে। তখন সেখানে আরও দুই পড়ুয়া উপস্থিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আচমকাই আগরপাড়ার ছাত্র ব্যাগ থেকে ধারালো অস্ত্র বার করে মনোজিতের বাঁ কাধের নিচে বুকে একাধিক কোপ দিয়ে চম্পট দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েও জখম ছাত্রকে বাঁচানো যায়নি। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন অভিযুক্ত। অবশেষে শুক্রের সন্ধ্যায় তাঁকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে। ভরদুপুরে মেট্রো স্টেশনে খুনের ঘটনার পর খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে কোনও যাত্রী ছুরি নিয়ে মেট্রোতে সফর করলেন বা কেন তাঁর ব্যাগ পরীক্ষা করা হলো না , এই প্রশ্নের কোনও উত্তর মেলেনি মেট্রো কর্তৃপক্ষের কাছে।

spot_img

Related articles

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে‘র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, জালে বিজেপি নেতা

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে বেলঘরিয়ায় ধৃত বিজেপি (BJP) নেতা। তার বিরুদ্ধে পকসো (PACSO) আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু...

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...