নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামল আইএনটিটিইউসি। শনিবার ডোরিনা ক্রসিংয়ে রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভে মুখর হল সংগঠন। এই মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, আগামী ২৯ ও ৩০ নভেম্বর ফের একই জায়গায় দু’দিনব্যাপী অবস্থান-বিক্ষোভ করবে আইএনটিটিইউসি। লক্ষাধিক মানুষের জমায়েতে গোটা ধর্মতলা চত্বর মুড়ে ফেলা হবে বলেও জানান তিনি।

সংগঠনের রাজ্য সভাপতি এদিন জানান, জেলা ভাগ করে কর্মসূচির আয়োজন হবে। ২৯ তারিখ যাঁরা আসবেন, তাঁরা ৩০ তারিখ আসবেন না—এমনভাবেই স্লট ভাগ করা হবে দু’ঘণ্টা করে। তবে টানা দুই দিন জুড়ে ধর্মতলা দখল করে রাখবে আইএনটিটিইউসি-র নেতা-কর্মীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সব জেলা সভাপতি। উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, স্বপন সমাদ্দার, সোমনাথ শ্যাম, বাবুন বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতৃত্ব। সকলেই বিজেপির বিরুদ্ধে ভাষাসন্ত্রাস ও বাঙালি-বিদ্বেষের অভিযোগ তোলেন।

ঋতব্রত তাঁর বক্তব্যে বাংলার ঐতিহ্য-সংস্কৃতির ইতিহাস তুলে ধরেন। তিনি উল্লেখ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যতীন দাস-সহ স্বাধীনতার একাধিক বিপ্লবীর অবদান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘তাসের দেশ’ -এর গান নেতাজির উদ্দেশ্যে উৎসর্গ করার কথাও স্মরণ করান। তাঁর দাবি, “বাঙালির গর্ব যুগ যুগ ধরে অবিচ্ছিন্ন। বিজেপি বাংলার সংস্কৃতি ধ্বংস করতে চাইছে, কিন্তু পারেনি। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে।”

ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকেই শপথ নিল আইএনটিটিইউসি — ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফের একবার বিজেপিকে রুখে দেবে তৃণমূল।

আরও পড়ুন – বিজেপি শুধু মনীষীদের অপমান করে, আর মোদিবাবু নীরব থাকেন!

_

_

_

_
_