Wednesday, November 5, 2025

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সুশীলা কার্কি: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

Date:

নেপালের জেন জি ও সাধারণ নাগরিকদের দাবি মেনে অন্তর্বর্তী সরকার গঠন করলেন রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডল। প্রথমবার নেপালের (Nepal) প্রধানমন্ত্রীর আসনে একজন মহিলা। তিনিই দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি, সুশীলা কার্কি (Sushila Karki)। তাঁর শপথ গ্রহণের পর গোটা নেপালবাসীর আশা, এবার সেখানে শান্তি ফিরবে। সকলেই অভিনন্দন জানিয়েছেন দেশের নতুন প্রধানমন্ত্রীকে। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

ভারত ও চিনের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে নেপাল। ফলে সেখানে শান্তি বিঘ্নিত হলে তার সরাসরি প্রভাব পড়ে ভারতে। ফলে নেপালেন শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী কার্কিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদের অধিকারী হওয়ায় শুভেচ্ছা সুশীলা কার্কিকে। নেপালের মানুষের শান্তি, অগ্রগতি ও উন্নয়নের জন্য ভারত দৃঢ় প্রতিজ্ঞ।

বাংলার সীমান্তের গুরুত্বপূর্ণ অংশে রয়েছে পর্বতরাষ্ট্র নেপাল। বাংলার মানুষ বিভিন্নভাবে নেপালে সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সেই বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানান নেপালের নবতম প্রধানমন্ত্রীকে। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর পদে আসীন হওয়ার জন্য সুশীলা কার্কিকে (Sushila Karki) অভিনন্দন। নেপালের (Nepal) সঙ্গে বাংলার সীমান্ত রয়েছে, মানুষের সঙ্গে মানুষের গভীর যোগাযোগ রয়েছে। প্রতিবেশী হিসাবে আমাদের গভীর সখ্যতা ও সাহচর্যের দিকগুলিকে লালিত করার দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছি।

আরও পড়ুন: রাশিয়ায় ৭.১ মাত্রার তীব্র ভূমিকম্প! কামচটকা জুড়ে সুনামি সর্তকতা জারি

শুক্রবার রাতে প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রপতির বাসভবনেই শপথ গ্রহণ করেন সুশীলা কার্কি। এরপর শনিবার সকাল থেকে গোটা নেপাল থেকে তুলে নেওয়া হয় কার্ফু। তবে জেন জি-র আন্দোলন যাতে কোনওভাবেই অন্য কোনও পক্ষ হাইজ্যাক করে নিতে না পারে, তার জন্য মাঠে নেমেছে সক্রিয় সদস্যরা। পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে আগুন লাগানো ও ভাঙচুর চালানো এলাকাগুলিতে। বিভিন্ন এলাকায় ঘুরে বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে লুট করা সামগ্রী। সেই সঙ্গে নেপালের সেনাবাহিনী খোঁজ শুরু করেছে জেল পালানো কয়েদিদের। ইতিমধ্যেই ভারতের সীমান্ত পেরিয়ে নেপাল ছাড়তে চাওয়া জেল পালানো ৭৫ জনকে গ্রেফতার করেছে ভারতের সীমা সুরক্ষা বল। তাদের তুলে দেওয়া হয়েছে নেপাল সেনাবাহিনীর হাতে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version