Friday, January 9, 2026

ভোটমুখী অসমে উদার মোদি: ঘোষণা ১৮ হাজার কোটির প্রকল্প

Date:

Share post:

ডবল ইঞ্জিন রাজ্য হলেই সাত খুন মাফ। দুর্নীতিকে স্বজনপোষণের মোড়কে মুড়ে ফেলে সেখানেই ঢালাও কেন্দ্রীয় প্রকল্প ঘোষণা হবে। এটাই নরেন্দ্র মোদি শাসিত ভারতের কেন্দ্রীয় সরকারের বর্তমানের নীতি হয়ে দাঁড়িয়েছে। পাশের রাজ্য বাংলায় এসে যেখানে নরেন্দ্র মোদি (Narendra Modi) বাঙালিকে খালি হাতেই ফিরিয়ে দেন, সেখানে প্রতিবেশী রাজ্য অসমে ঢালাও প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী (Prime Minister)। এতেই প্রমাণিত, ভোট বড় বালাই। তাই ২০২৬ অসম নির্বাচনকে সামনে রেখে অসমে রবিবার দরাজ প্রধানমন্ত্রী।

রবিবার কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণায় যোগ দিতে শনিবারই অসম (Assam) পৌঁছেছিলেন নরেন্দ্র মোদি। শনিবার মনিপুরের মানুষের প্রত্যাশার ফানুস বিনা প্রতিশ্রুতিতে চুপসে দিয়ে অসম চলে আসেন প্রধানমন্ত্রী। কারণ সেখানে তাঁর ১৮ হাজার কোটির প্রকল্প ঘোষণা করার ছিল। রাস্তাঘাট থেকে সেতু, মেডিক্যাল কলেজ, শিল্প সংক্রান্ত প্রকল্পের ঘোষণা ও উদ্বোধন করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে উদ্বোধন যেখানে তৈল শোধনাগার সংক্রান্ত একটি ও একটি পরিবেশ বান্ধব প্রকল্পের হয়েছে, সেখানে বাকি সবই হয়েছে শিলান্য়াস। সেখানেই প্রমাণিত ২০২৬ নির্বাচনকে লক্ষ্য রেখেই এবারের মোদির অসম সফর।

বাংলায় এসে বাংলাপ্রেমি ও বাংলার বাইরে বাংলা বিরোধী নীতি তুলে ধরা মোদি অসমে অসম-প্রেমি হয়ে ধরা দেন। সেখানে ভূপেন হাজারিকাকে  ভূপেনদা বলে সম্বোধন করতেও শোনা যায় নরেন্দ্র মোদিকে। এমনকি দাবি করেন, ভূপেন হাজারিকার দেখানো পথে উত্তরপূর্বের উন্নয়নে নজর দেবে অসমের ডবল ইঞ্জিন (double engine) সরকার।

আরও পড়ুন: পুজোর আগেই শহরে ‘বেঙ্গল ফেস্টিভ্যাল ফেয়ার’, হস্তশিল্পীদের পাশে কলকাতার পুজো কমিটিগুলি 

অসমের মতো সীমান্তবর্তী রাজ্যে গেলেই অনুপ্রবেশ প্রশ্নের মুখে পড়তে হবে প্রধানমন্ত্রীকে, এটা জেনেই সেখানেও অনুপ্রবেশ নিয়ে সরব মোদি। দাবি করেন, অনুপ্রবেশের (infiltration) চক্রান্ত চলছে। যার ফলে জনবিন্যাসের পরিবর্তন করে দেওয়া হচ্ছে। বিরোধী যারা অনুপ্রবেশকারীদের সমর্থনে আছেন, তাঁদের এই ইস্যুতে সামনে এসে পরামর্শ দেওয়ার দাবি জানান তিনি। স্বাভাবিকভাবেই অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের ভুলে যেভাবে দেশে, অসমে অনুপ্রবেশ হচ্ছে, তা নিয়ে কোনও উত্তর নেই বলেই অনুপ্রবেশ হয়ে যাওয়ার পরে তা প্রতিরোধের প্রশ্ন মোদির মুখে।

spot_img

Related articles

জগন্নাথ টু শুভেন্দু টু অমিত শাহ! পেনড্রাইভ ফাঁস করে দেব, দলের সম্পত্তি নষ্ট হলে প্রতিবাদ হবেই: হুঁশিয়ারি মমতার

আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় হানার বিরুদ্ধে রাজপথে প্রতিবাদ মিছিল করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার,...

মাঠ পরিষ্কারের কাজ সম্পূর্ণ, আইএসএলের আগে ছন্দে ফিরবে যুবভারতী?

আইএসএলের(ISL) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। মেসি কাণ্ডের বিশৃঙ্খার ঘটনা ভুলে ধীরে ধীরে ছন্দে ফিরছে যুবভারতী(Yubha bharati )। পুলিশের...

ধোপে টিকল না ইডি-র আবেদন: প্রধান বিচারপতি বদল করলেন না মামলার দিন-বিচারপতি

বিচারপতি মামলা নতুন দিন নির্ধারণ করে দেওয়ার পরে আবার সেই মামলার দ্রুত শুনানির আবেদন নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ...

প্রধানমন্ত্রী কথা রাখেননি: ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে রিপোর্ট কার্ড চাইলেন অভিষেক

রাজ্যে এসআইআর আবহে মতুয়া সম্প্রদায়ের মানুষকে নতুন করে পায়ের তলার মাটি ছিনিয়ে নিয়ে পথে দাঁড় করানোর পরিকল্পনায় কেন্দ্রের...