ভোটমুখী অসমে উদার মোদি: ঘোষণা ১৮ হাজার কোটির প্রকল্প

Date:

Share post:

ডবল ইঞ্জিন রাজ্য হলেই সাত খুন মাফ। দুর্নীতিকে স্বজনপোষণের মোড়কে মুড়ে ফেলে সেখানেই ঢালাও কেন্দ্রীয় প্রকল্প ঘোষণা হবে। এটাই নরেন্দ্র মোদি শাসিত ভারতের কেন্দ্রীয় সরকারের বর্তমানের নীতি হয়ে দাঁড়িয়েছে। পাশের রাজ্য বাংলায় এসে যেখানে নরেন্দ্র মোদি (Narendra Modi) বাঙালিকে খালি হাতেই ফিরিয়ে দেন, সেখানে প্রতিবেশী রাজ্য অসমে ঢালাও প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী (Prime Minister)। এতেই প্রমাণিত, ভোট বড় বালাই। তাই ২০২৬ অসম নির্বাচনকে সামনে রেখে অসমে রবিবার দরাজ প্রধানমন্ত্রী।

রবিবার কেন্দ্রীয় প্রকল্পের ঘোষণায় যোগ দিতে শনিবারই অসম (Assam) পৌঁছেছিলেন নরেন্দ্র মোদি। শনিবার মনিপুরের মানুষের প্রত্যাশার ফানুস বিনা প্রতিশ্রুতিতে চুপসে দিয়ে অসম চলে আসেন প্রধানমন্ত্রী। কারণ সেখানে তাঁর ১৮ হাজার কোটির প্রকল্প ঘোষণা করার ছিল। রাস্তাঘাট থেকে সেতু, মেডিক্যাল কলেজ, শিল্প সংক্রান্ত প্রকল্পের ঘোষণা ও উদ্বোধন করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে উদ্বোধন যেখানে তৈল শোধনাগার সংক্রান্ত একটি ও একটি পরিবেশ বান্ধব প্রকল্পের হয়েছে, সেখানে বাকি সবই হয়েছে শিলান্য়াস। সেখানেই প্রমাণিত ২০২৬ নির্বাচনকে লক্ষ্য রেখেই এবারের মোদির অসম সফর।

বাংলায় এসে বাংলাপ্রেমি ও বাংলার বাইরে বাংলা বিরোধী নীতি তুলে ধরা মোদি অসমে অসম-প্রেমি হয়ে ধরা দেন। সেখানে ভূপেন হাজারিকাকে  ভূপেনদা বলে সম্বোধন করতেও শোনা যায় নরেন্দ্র মোদিকে। এমনকি দাবি করেন, ভূপেন হাজারিকার দেখানো পথে উত্তরপূর্বের উন্নয়নে নজর দেবে অসমের ডবল ইঞ্জিন (double engine) সরকার।

আরও পড়ুন: পুজোর আগেই শহরে ‘বেঙ্গল ফেস্টিভ্যাল ফেয়ার’, হস্তশিল্পীদের পাশে কলকাতার পুজো কমিটিগুলি 

অসমের মতো সীমান্তবর্তী রাজ্যে গেলেই অনুপ্রবেশ প্রশ্নের মুখে পড়তে হবে প্রধানমন্ত্রীকে, এটা জেনেই সেখানেও অনুপ্রবেশ নিয়ে সরব মোদি। দাবি করেন, অনুপ্রবেশের (infiltration) চক্রান্ত চলছে। যার ফলে জনবিন্যাসের পরিবর্তন করে দেওয়া হচ্ছে। বিরোধী যারা অনুপ্রবেশকারীদের সমর্থনে আছেন, তাঁদের এই ইস্যুতে সামনে এসে পরামর্শ দেওয়ার দাবি জানান তিনি। স্বাভাবিকভাবেই অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের ভুলে যেভাবে দেশে, অসমে অনুপ্রবেশ হচ্ছে, তা নিয়ে কোনও উত্তর নেই বলেই অনুপ্রবেশ হয়ে যাওয়ার পরে তা প্রতিরোধের প্রশ্ন মোদির মুখে।

spot_img

Related articles

দূরের আকাশে পাখি মন: মর্মান্তিক দুর্ঘটনায় অকাল প্রয়াণ বিখ্যাত গায়ক জুবিন গর্গের

সিঙ্গাপুরে (Singapore) স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বলিউডের বিখ্যাত গায়ক অসমিয়া সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ...

ট্যাংরার ক্রিস্টোফার রোডের আবাসনে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় গ্রেফতার ৬

বুধবার ভোররাতে একটি ট্যাংরার ক্রিস্টোফার রোডের (Christopher Road, Tangra) আবাসনে এবার বহিরাগতদের তাণ্ডবের তদন্তে নেমে ৬ জনকে গ্রেফতার...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম

১৯ সেপ্টেম্বর (শুক্রবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

১৫ বছর ধরে বাকি পুরসভার বকেয়া, রুল জারি করল হাইকোর্ট

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভা এলাকায় রাস্তা, হোস্টেল, জল প্রকল্প সহ একাধিক প্রকল্পে গত ১৫ বছর ধরে টাকা বকেয়া...