Tuesday, November 11, 2025

রণবীর ‘প্লে-বয়’! বিশ্বাস করেন না মা নীতু, সত্যি ফাঁস দীপিকার 

Date:

বলিউড অভিনেতা রণবীর কাপুরের (Ranbir Kapoor) জীবনে একাধিক নারীর আগমনের কথা গোটা বলিউড জানে। কিন্তু মায়ের মন তা মানতে চাইনি। তাই পুত্রবধূ হিসেবে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone) পছন্দ হলেও ছেলেকে অবিশ্বাস করেননি ঋষি-পত্নী নীতু কাপুর (Neetu Kapoor)। সত্যিটা জানিয়ে দেন বলিউডের পদ্মাবতী নিজেই। আজও চর্চায় YJHD জুটি।

কাপুর পরিবারে অভিনেতাদের একাধিক নারীসঙ্গ চিরকালই টিনসেল টাউনের চর্চায় থেকেছে। দাদু রাজ কাপুর (Raj Kapoor) থেকে নাতি রণবীর কাপুর- ব্যক্তিগত জীবনে বারবার বিতর্ক এসে জড়ো হয়েছে RK-দের। শোনা যায়, শ্বশুরবাড়ির মর্যাদা রক্ষা করতে গিয়ে নাকি অভিনয় ছেড়ে ‘হাউজ ওয়াইফ’ হয়ে থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল নীতু কাপুরকে। যদিও ঋষি পুত্র অবশ্য স্বামী হিসেবে সে রকম কোনও শর্ত চাপিয়ে দেননি আলিয়ার (Alia Bhatt) উপরে। বরং কন্যা রাহা (Raha Kapoor) জীবনে আসার পর থেকে বদলে গেছেন বলিউডের ‘ক্যাসানোভা’ ম্যান। কিন্তু কথায় আছে অতীত কখনও পিছু ছাড়ে না। তাই ফের স্যোশাল মিডিয়ার চর্চায় রণবীর- দীপিকা জুটির ভাঙ্গনের কথা। প্রথমে সোনম কাপুর, তারপর দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, নার্গিস ফকরি, শেষমেশ আলিয়াতে থিতু হয়েছেন ‘সাওয়ারিয়া’ নায়ক। যদিও পুত্রবধূ হিসেবে নীতুর বরাবরের পছন্দ ছিলেন দীপিকা। তা সত্ত্বেও ছেলের ‘প্লে-বয়’ ইমেজের সত্যিটা তিনি মেনে নিতে অস্বীকার করেন। একটি সাক্ষাৎকারে ‘পাঠান’ গার্ল নিজেই জানিয়েছিলেন সে কথা। রণবীরের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর অভিনেত্রী বলেছিলেন, সেই সময় সম্পর্কে ঋষি পুত্র নাকি মোটেই সিরিয়াস ছিলেন না। উলটে, তাঁকে ঠকিয়ে ছিলেন। দীপিকার এই কথাকে বিশ্বাস করেননি রণবীরের মা। উল্টে নায়িকার ঘরে দোষ চাপিয়ে তিনি স্পষ্ট বলেন, রণবীর মোটেই ওরকম নয়। আসলে, ও দীপিকার সঙ্গে যখন সম্পর্কে ছিল, তখন একটু স্পেস চাইছিল। একটু প্রাইভেসি চেয়েছিল। দীপিকা সেটা দিতে পারেনি।

এখন অবশ্য সবটাই অতীত। রণবীর এবং দীপিকা দুজনের নিজেদের ব্যক্তিগত জীবনে যথেষ্ট সুখী। ক্যারিয়ার এবং দাম্পত্য চুটিয়ে সামলাচ্ছেন দুই তারকা। তবু অনুরাগীদের নস্টালজিয়ার মাঝে মধ্যেই ঘুরে ফিরে আসে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ জুটির কথা। হয়তো অলক্ষ্যে হাসেন দুজনেই, আসলে কিছু গল্প অসমাপ্তই ভালো।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version