ছবিটা বদলালো না। রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম দফায় বাংলার বাইরে বিজেপি শাসিত রাজ্য থেকে একটা বড় সংখ্যার পরীক্ষার্থীদের যেমন দেখা গেছিল, সেই একই ছবি এই রবিবারের একাদশ – দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও। অর্থাৎ বাংলার বাইরের পরীক্ষার্থীদেরও চাকরির আশা – ভরসার জায়গা পশ্চিমবঙ্গ। এদিন রাজ্যজুড়ে ৪৭৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৫০০। এই পরীক্ষায় শূন্য পদ ১২ হাজার ৫১৪। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা নিজেদের সেন্টারের দিকে শুরু করেছেন। গত সপ্তাহের মতোই এদিনও কলকাতায় ধরা পরল বিহার, উত্তরপ্রদেশ থেকে আসা ভিনরাজ্যের পরীক্ষার্থীদের ভিড়। যাঁরা বলেন, বাংলায় চাকরি নেই তাঁরা আজকের ছবিটা দেখছেন তো?
এসএসসির (SSC) এই দ্বিতীয় দফার পরীক্ষা ত্রুটিহীন করতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন। প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা রয়েছে। কলকাতার সেন্টারগুলির জন্য জন্য ১১টি রুটে প্রশ্নপত্র নিয়ে যাবে ১১টি গাড়ি। প্রতিটি গাড়িতে কলকাতার পুলিশের পদস্থ আধিকারিক থেকে কর্মীসহ মোট সাতজনের টিম থাকছে। সকাল ১০ থেকে সেন্টারে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। ১১:৪৫ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের গেট খোলা থাকবে। পরীক্ষা চলবে দুপুর বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
–
–
–
–
–
–
–
–
