Friday, November 7, 2025

অনলাইনে ভিডিয়ো দেখে নিজে নিজেই লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার যোগীরাজ্যের যুবকের!

Date:

অনলাইনে লিঙ্গ পরিবর্তনের ভিডিও ( online Sex change videos) দেখে নিজেই নিজের অপারেশন করার সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের যুবক! মারাত্মক এই কাণ্ডের যে রীতিমতো রক্তারক্তি অবস্থা, গুরুতর অবস্থায় ভর্তি করা হল হাসপাতালে। ঘটনার কথা জানাজানি হতেই অবাক সকলেই। আসলে অনেকদিন ধরেই লিঙ্গ পরিবর্তনের কথা মাথায় ছিল বছর কুড়ির যুবকের। পারিবারিক ও সামাজিক সমস্যার দিকটি মাথায় রেখেই চিকিৎসকের কাছে যাননি তিনি। তবে এতদিনের ইচ্ছে চেপে রাখতে না পেরে অবশেষে অনলাইনে লিঙ্গ পরিবর্তনের পদ্ধতি দেখে সেই ভাবে নিজের হাতেই নিজের উপর অস্ত্রোপচার করেন ওই যুবক।

সূত্রের খবর, উত্তরপ্রদেশের (Uttarpradesh) প্রয়াগরাজে আমেঠি জেলার বাসিন্দা ওই যুবক সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বহুদিন ধরে নিজের লিঙ্গ পরিবর্তনের ইচ্ছে থাকলেও বাস্তবায়নের পথ খুঁজচ্ছিলেন তিনি। কাউকে না জানিয়েই জানিয়ে অনলাইনে ভিডিয়ো দেখে নিজের উপর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েই ফেলেন তিনি। যদিও যুবক জানিয়েছেন তিনি এই নিয়ে এক স্থানীয় চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন। ভিডিয়োতে দেখানো পদ্ধতি মেনেই লোকাল অ্যানাস্থেশিয়া করে অস্ত্রোপচারের ছুরি দিয়ে নিজের যৌনাঙ্গ কেটে ফেলেছিলেন তিনি। কিন্তু তার পরে আর কোনমতেই রক্তক্ষরণ বন্ধ করতে পারছিলেন না। এর মাঝেই অ্যানাস্থেশিয়ার প্রভাব কেটে যায়। ফলে মারাত্মক যন্ত্রণা শুরু হওয়ায় তিনি আর থাকতে না পেরে বাড়ির মালিকের সাহায্য নিয়ে হাসপাতালে পৌঁছন। আপাতত তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল। এই ঘটনা সোশ্যাল মিডিয়ার পাতায় ছড়িয়ে পড়তেই চিকিৎসকরা বলছেন লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘ মেডিক্যাল প্রসিডিওর আছে। নন মেডিক্যাল কোনও ব্যক্তি সেই পদক্ষেপ করতে গেলে তার ফল যে কী মারাত্মক হতে পারে হাতেনাতে তা টের পেয়েছেন ওই যুবক।

 

Related articles

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর...
Exit mobile version