বিজেপি নেতাকে চটিপেটা বিজেপির কাউন্সিলরের! খড়গপুরে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

Date:

Share post:

তোর মত চোর নই!
আরও ওড়, আরও ওড়!
একে অপরকে মাত্রাবিহীন গালি। বাকি থাকল না চটিপেটাও। ঠিক এভাবেই টাকার ভাগ নিয়ে বিজেপি কাউন্সিলরের সঙ্গে রীতিমত মারামারিতে বিজেপির নেতা। রাজ্যে ক্রমশ মুছে যাওয়ার পথে বিজেপির জনসমর্থন। অথচ সেই অবস্থাতেই কীভাবে বিজেপি নেতারা দুর্নীতিতে জড়িয়ে পড়াতেই বেশি নজর দিয়েছেন, তা স্পষ্ট একের পর এক ঘটনায়। কোথাও বিজেপি নেতার কুপ্রস্তাবের জেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বিজেপির নেত্রীই। আবার কোথাও মানুষকে অবাক করে দিয়ে চটি-পেটার নোংরামোতে বিজেপি নেতৃত্ব। সেরকমই নজিরবিহীন ছবি ধরা পড়ল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রাক্তন সাংসদক্ষেত্র খড়গপুরে (Kharagpur)।

খড়গপুর (Kharagpur) পুরসভার আয়মা এলাকায় কাউন্সিলর (councilor) মমতা দাসের সঙ্গে টাকার ভাগাভাগি নিয়ে অশান্তির অভিযোগ স্থানীয় নেতা অশোক সিংয়ের সঙ্গে। রবিবার সকালে মমতা দায় অশোক সিংয়ের দলীয় কার্যালয়ে চড়াও হন বলে অভিযোগ। সেখানে ঢুকেই নিজের পায়ের চটি খুলে নিয়ে তিনি অশোক সিংকে বেশ কয়েক ঘা দেন। পাল্টা অশোকও চটি তুলে নিয়ে আঘাত করার চেষ্টা করেন। পরে অশোক চটি ছুঁড়ে বাইরে ফেলে দিলে বেরিয়ে যান মমতা।

তবে দফতরের বাইরে বেরিয়েও দুই বিজেপি নেতা নিজেদের মধ্যে গালিগালাজ চালিয়ে যেতে থাকেন। একদিকে মমতা অশোককে চোর বলে গালি দেন। অন্যদিকে অশোক ক্ষমতার বলে কাউন্সিলর মমতার ওড়া নিয়ে কটাক্ষ করতে থাকেন। গোটা ঘটনাই আয়মা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সামনে চলতে থাকে। এক জনপ্রতিনিধি ও এক নেতার কাণ্ড দেখে কার্যত চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন: পরপর দুটি ভূমিকম্প, কেঁপে উঠল অসম থেকে উত্তরবঙ্গ

বাংলার কোনও প্রান্তে ক্ষমতায় আসতে পেরেই বিজেপির নেতা, পদাধিকারীরা যে চেহারা নিজেদের তুলে ধরেছেন তাতেই স্পষ্ট, বাংলা দখলের যে দাবি তাঁরা করেন, তা বাস্তবায়িত হলে রাজ্যে কী পরিস্থিতি হবে। শনিবারই শিলিগুড়ির (Siliguri) সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডলের বিরুদ্ধে সেখানকার মহিলা মোর্চার সহ-সভাপতি দেবযানী সেনগুপ্ত কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন। এমনকি তিনি আত্মহত্যার চেষ্টা করা দেবযানীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেও ভর্তি করতে হয়। এরপর রবিবার ফের বিজেপির নেতাদের সেই কুরুচির ছবি উঠে এলো খড়গপুর শহর থেকে, যেখানে নেতা-নেত্রীরা প্রকাশ্যে জুতো পেটা করে নিজেরাই সেই সব ভিডিও ভাইরাল করলেন।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...