Sunday, November 2, 2025

বিজেপি নেতাকে চটিপেটা বিজেপির কাউন্সিলরের! খড়গপুরে প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

Date:

তোর মত চোর নই!
আরও ওড়, আরও ওড়!
একে অপরকে মাত্রাবিহীন গালি। বাকি থাকল না চটিপেটাও। ঠিক এভাবেই টাকার ভাগ নিয়ে বিজেপি কাউন্সিলরের সঙ্গে রীতিমত মারামারিতে বিজেপির নেতা। রাজ্যে ক্রমশ মুছে যাওয়ার পথে বিজেপির জনসমর্থন। অথচ সেই অবস্থাতেই কীভাবে বিজেপি নেতারা দুর্নীতিতে জড়িয়ে পড়াতেই বেশি নজর দিয়েছেন, তা স্পষ্ট একের পর এক ঘটনায়। কোথাও বিজেপি নেতার কুপ্রস্তাবের জেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বিজেপির নেত্রীই। আবার কোথাও মানুষকে অবাক করে দিয়ে চটি-পেটার নোংরামোতে বিজেপি নেতৃত্ব। সেরকমই নজিরবিহীন ছবি ধরা পড়ল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রাক্তন সাংসদক্ষেত্র খড়গপুরে (Kharagpur)।

খড়গপুর (Kharagpur) পুরসভার আয়মা এলাকায় কাউন্সিলর (councilor) মমতা দাসের সঙ্গে টাকার ভাগাভাগি নিয়ে অশান্তির অভিযোগ স্থানীয় নেতা অশোক সিংয়ের সঙ্গে। রবিবার সকালে মমতা দায় অশোক সিংয়ের দলীয় কার্যালয়ে চড়াও হন বলে অভিযোগ। সেখানে ঢুকেই নিজের পায়ের চটি খুলে নিয়ে তিনি অশোক সিংকে বেশ কয়েক ঘা দেন। পাল্টা অশোকও চটি তুলে নিয়ে আঘাত করার চেষ্টা করেন। পরে অশোক চটি ছুঁড়ে বাইরে ফেলে দিলে বেরিয়ে যান মমতা।

তবে দফতরের বাইরে বেরিয়েও দুই বিজেপি নেতা নিজেদের মধ্যে গালিগালাজ চালিয়ে যেতে থাকেন। একদিকে মমতা অশোককে চোর বলে গালি দেন। অন্যদিকে অশোক ক্ষমতার বলে কাউন্সিলর মমতার ওড়া নিয়ে কটাক্ষ করতে থাকেন। গোটা ঘটনাই আয়মা এলাকায় স্থানীয় বাসিন্দাদের সামনে চলতে থাকে। এক জনপ্রতিনিধি ও এক নেতার কাণ্ড দেখে কার্যত চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন: পরপর দুটি ভূমিকম্প, কেঁপে উঠল অসম থেকে উত্তরবঙ্গ

বাংলার কোনও প্রান্তে ক্ষমতায় আসতে পেরেই বিজেপির নেতা, পদাধিকারীরা যে চেহারা নিজেদের তুলে ধরেছেন তাতেই স্পষ্ট, বাংলা দখলের যে দাবি তাঁরা করেন, তা বাস্তবায়িত হলে রাজ্যে কী পরিস্থিতি হবে। শনিবারই শিলিগুড়ির (Siliguri) সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডলের বিরুদ্ধে সেখানকার মহিলা মোর্চার সহ-সভাপতি দেবযানী সেনগুপ্ত কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন। এমনকি তিনি আত্মহত্যার চেষ্টা করা দেবযানীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেও ভর্তি করতে হয়। এরপর রবিবার ফের বিজেপির নেতাদের সেই কুরুচির ছবি উঠে এলো খড়গপুর শহর থেকে, যেখানে নেতা-নেত্রীরা প্রকাশ্যে জুতো পেটা করে নিজেরাই সেই সব ভিডিও ভাইরাল করলেন।

Related articles

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...
Exit mobile version