Friday, November 14, 2025

মোহনবাগানের ডেরা থেকে পয়েন্ট পেতে মরিয়া বিদেশিহীন আহাল এফকে

Date:

দলে কোনও বিদেশি নেই। দেশীয় ফুটবলারদের নিয়েই মঙ্গলবার যুবভারতীতে এসিএল (ACL 2) দুইয়ের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে আহাল এফকে (Ahal FK )।  আবহাওয়া এবং পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বেশ কয়েকদিন আগেই কলকাতায় চলে এসেছে তুর্কমেনিস্তানের ক্লাব। দুই মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।  ভারতের সেরা ক্লাব মোহনবাগানের বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যে নামছেন আহাল এফকে।

ম্যাচের আগের দিন যুবভারতীর মিডিয়া রুমে সাংবাদিক সম্মেলনে আহাল এফকে কোচ এজাজ (Eziz Annamuhammedov) বলেছেন, ” আমরা তিন পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চাই। ওরা শক্তিশালী দল।  আগামী কাল দেখা হবে মাঠে।  আমাদের প্লেয়াররা তৈরি আছেন। আমরা জানি প্রতিপক্ষ দলের ভাল বিদেশি আছে। আমরা রনকৌশল নেব সেই অনুসারে। ‘

দলে কেন কোনও বিদেশি ফুটবলার নেই, এই প্রসঙ্গে আহাল এফকের কোচ বলেন, আমাদের লক্ষ দেশের নতুন ফুটবলারদের তুলে আনা। তাই আমরা বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি করি না।আমাদের জাতীয় দলে অনুর্ধ ২৩ দলের একাধিক ফুটবলার আছে। জাতীয় দলের ২ জন ফুটবলার আছে।”

প্রতিপক্ষ দলে সম্পর্কে যথেষ্ট হোমওয়ার্ক  করেই এসেছে আহাল এফকে।  মোহনবাগানের ঘরের মাঠে খেলা নিয়ে আহাল এফকে কোচ বলেন, “আমরা জানি মোহনবাগানের অনেক সমর্থক আছেন। এটা আমাদের কাছে নতুন নয়। প্রতিপক্ষ দলের সমর্থকদের সামনে খেলাটা চ্যালেঞ্জ এর।

আরও পড়ুন :এশিয়া সেরার মঞ্চে প্রমাণ করাই লক্ষ্য, মোলিনার তাস কোন বিদেশিরা?

দলের ফুটবলার এলমান (Elman Tagayev) বলেন,  আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। আমার সতীর্থরা তৈরি আছেন। মোহনবাগান কঠিন দল। এই দলটি ভারতের সেরা দল আমরা এই দলটির বিরুদ্ধে সর্বোচ্চ পয়েন্ট তুলতে চাই।  আমাদের দেশে একটা শিবির হয়েছে। তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছি ঘরোয়া দলের বিরুদ্ধে। আমরা ভিডিও দেখেছি মোহনবাগান দলের। আমরা দুই মাস আগে প্রস্তুতি শুরু করেছি। এখানকার আবহাওয়া কলকাতার মতো গরম আছে। আদ্রতা বেশি।  ওয়েদার ও গ্রাউন্ড খুব ভালো।”

Related articles

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...

বুমরাহের বোলিংয়ে প্রোটিয়া ব্যাটিংয়ে ধস, ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত কুলদীপের

ইডেন টেস্টের প্রথম দিনেই জ্বলে উঠলেন জসপ্রীত বুমরাহ (Jaspret Bumrah)।স্পিন সহায়ক উইকেট হওয়ায় প্রথম একাদশে দুই পেসারকে নিয়ে...

মহিলা ফ্যাক্টরে বিহারে বাংলা মডেল: ভোটের ফল নিয়ে সাগরিকার নিশানায় BJP

নজিরবিহীন! পুরুষ ভোটারের তুলনায় এবার বিহারে বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election) মহিলা ভোটারের সংখ্যা ছিল বেশি। বিহার বিধানসভা...
Exit mobile version