Saturday, November 15, 2025

মোহনবাগানের ডেরা থেকে পয়েন্ট পেতে মরিয়া বিদেশিহীন আহাল এফকে

Date:

দলে কোনও বিদেশি নেই। দেশীয় ফুটবলারদের নিয়েই মঙ্গলবার যুবভারতীতে এসিএল (ACL 2) দুইয়ের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে আহাল এফকে (Ahal FK )।  আবহাওয়া এবং পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বেশ কয়েকদিন আগেই কলকাতায় চলে এসেছে তুর্কমেনিস্তানের ক্লাব। দুই মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।  ভারতের সেরা ক্লাব মোহনবাগানের বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যে নামছেন আহাল এফকে।

ম্যাচের আগের দিন যুবভারতীর মিডিয়া রুমে সাংবাদিক সম্মেলনে আহাল এফকে কোচ এজাজ (Eziz Annamuhammedov) বলেছেন, ” আমরা তিন পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চাই। ওরা শক্তিশালী দল।  আগামী কাল দেখা হবে মাঠে।  আমাদের প্লেয়াররা তৈরি আছেন। আমরা জানি প্রতিপক্ষ দলের ভাল বিদেশি আছে। আমরা রনকৌশল নেব সেই অনুসারে। ‘

দলে কেন কোনও বিদেশি ফুটবলার নেই, এই প্রসঙ্গে আহাল এফকের কোচ বলেন, আমাদের লক্ষ দেশের নতুন ফুটবলারদের তুলে আনা। তাই আমরা বিদেশি ফুটবলারদের সঙ্গে চুক্তি করি না।আমাদের জাতীয় দলে অনুর্ধ ২৩ দলের একাধিক ফুটবলার আছে। জাতীয় দলের ২ জন ফুটবলার আছে।”

প্রতিপক্ষ দলে সম্পর্কে যথেষ্ট হোমওয়ার্ক  করেই এসেছে আহাল এফকে।  মোহনবাগানের ঘরের মাঠে খেলা নিয়ে আহাল এফকে কোচ বলেন, “আমরা জানি মোহনবাগানের অনেক সমর্থক আছেন। এটা আমাদের কাছে নতুন নয়। প্রতিপক্ষ দলের সমর্থকদের সামনে খেলাটা চ্যালেঞ্জ এর।

আরও পড়ুন :এশিয়া সেরার মঞ্চে প্রমাণ করাই লক্ষ্য, মোলিনার তাস কোন বিদেশিরা?

দলের ফুটবলার এলমান (Elman Tagayev) বলেন,  আমরা প্রস্তুতি নিয়ে এসেছি। আমার সতীর্থরা তৈরি আছেন। মোহনবাগান কঠিন দল। এই দলটি ভারতের সেরা দল আমরা এই দলটির বিরুদ্ধে সর্বোচ্চ পয়েন্ট তুলতে চাই।  আমাদের দেশে একটা শিবির হয়েছে। তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছি ঘরোয়া দলের বিরুদ্ধে। আমরা ভিডিও দেখেছি মোহনবাগান দলের। আমরা দুই মাস আগে প্রস্তুতি শুরু করেছি। এখানকার আবহাওয়া কলকাতার মতো গরম আছে। আদ্রতা বেশি।  ওয়েদার ও গ্রাউন্ড খুব ভালো।”

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version