Wednesday, November 5, 2025

অ্যাপের প্রচারক হিসাবে কীভাবে আর্থিক লেনদেন: দিল্লিতে প্রশ্ন মিমিকে

Date:

অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচারের সঙ্গে যুক্ত হয়েছেন দেশের ক্রীড়াবিদ, খেলোয়াড় থেকে অভিনেতারা। সেই সব অনলাইন বেটিং অ্যাপের (online betting app) নামের সঙ্গে জুড়েছে কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা। এবার সেই সংক্রান্ত মামলায় একের পর এক সেলিব্রিটিদের তলবের প্রক্রিয়া শুরু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED)। সোমবার সংস্থার তলবে সাড়া দিয়ে যাবতীয় নথি নিয়ে দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজির অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

অনলাইন বেটিং অ্যাপ আই-এক্স-বেট সংস্থার অ্যাম্বাসডর পদে ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই সংস্থার সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য নিয়ে সোমবার তাঁকে দিল্লিতে তলব করা হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য নিয়ে নিজের আইনজীবীর সঙ্গে ইডির (ED) সদর দফতরে দেখা করেন মিমি (Mimi Chakraborty)। কিভাবে এই আর্থিক লেনদেন হয়েছিল, তাঁর সঙ্গে কিভাবে যোগাযোগ করা হয়েছিল এবং কোন অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছিল, এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে।

এর আগে এই অ্যাপেরই আর্থিক দুর্নীতির মামলায় ইডি তলব করেছিল ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সুরেশ রায়না (Suresh Raina) এবং শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। সেক্ষেত্রেও একইভাবে আর্থিক লেনদেনের তথ্য যাচাই করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বেটিং অ্যাপটির বিরুদ্ধে বহু মানুষের আর্থিক প্রতারণা এবং এর থেকে রোজগারের টাকা বেআইনিভাবে বিদেশে লেনদেনের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: যাত্রীদের সঙ্গে লুকোচুরি! ফের একবার সপ্তাহের প্রথম দিন মেট্রো দুর্ভোগ শহরে

এই একই অ্যাপের মামলায় এর আগে সমন পাঠানো হয়েছিল বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরাকেও। মঙ্গলবার তাঁকে ফের বেলা ১১ টায় তলব করা হয়েছে। মঙ্গলবারই বলিউডের অভিনেত্রী উর্বশী রৌতেলাকেও তলব করা হয়েছে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version