Tuesday, November 11, 2025

পুরীতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ১৯ বছরের তরুণী! 

Date:

বিজেপি শাসিত ওড়িশায় ফের ধর্ষণ (Gang rape in Odisha)) নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। পুরীতে (Puri) ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হলেন ১৯ বছরের তরুণী। জানা যায়, সমুদ্র সৈকতের কাছে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন কলেজ ছাত্রী। সেই সময়েই স্থানীয় একদল যুবক মোবাইলে তাঁদের ছবি এবং ভিডিয়ো তুলতে থাকেন। আপত্তি জানাতেই ঝামেলার সূত্রপাত। এরপরই ওই তরুণীকে সমুদ্রসৈকত থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি ঝাউবনের মধ্যে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে শনিবার, ট্রমা কাটিয়ে সোমবার রাতে ওই তরুণী থানায় জানাতেই প্রাথমিকভাবে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের তল্লাশি চলছে।

বিজেপি রাজ্যে নারী হেনস্থা চরমে পৌঁছেছে। ওড়িশায় পদ্ম সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। মাস তিনেক আগে ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্রসৈকত থেকে এক কলেজছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। এবারও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি।পুরীর পুলিশ সুপার প্রতীক সিং জানান, “মানসিক ভাবে বিধ্বস্ত থাকার কারণে শুরুতে ওই অপরাধের বিবরণ দিতে দ্বিধাগ্রস্ত ছিলেন তরুণী। তার পরে মহিলা পুলিশ আধিকারিকেরা তরুণীর সঙ্গে কথা বলেন। এরপরই দুজনকে গ্রেফতার ও একজনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।” কিন্তু ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছেন বিরোধীরা। উত্তরপ্রদেশ হোক বা ওড়িশা, যেখানেই বিজেপি সরকার সেখানেই নারী হেনস্থা চরমে উঠেছে। পুরীর ঘটনায় আবার তা প্রমাণিত। রাজ্যের মুখ্যমন্ত্রী তরফে কোনও মন্তব্য মেলেনি।

 

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version