‘প্রজেক্ট চিতা’ শুরু হওয়ার পর এই প্রথমবার লেপার্ডের আক্রমণে মৃত্যু হয়েছে চিতার। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park) সোমবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে।

২০২২ সালে শুরু হয় প্রজেক্ট চিতা। সেই বছরেরই ১৭ সেপ্টেম্বর কুনো নদীর (Kuno National Park) পাড়ে গোয়ালিয়রের চম্বল এলকায় আফ্রিকার নামিবিয়া থেকে ৪-৬ বছর বয়সি ৫টি মেয়ে চিতা এবং ৩টি পুরুষ চিতা আনা হয়। মৃত চিতার বয়স ২০ মাস। নামিবিয়ান চিতা জ্বালার চার সন্তানের মধ্যে এক এই চিতাটি। গতকাল সন্ধে সাড়ে ছটা নাগাদ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন বন দফতরের কর্মীরা। এই রিপোর্ট এলে চিতাটির মৃত্যুর কারণ জানা যাবে।

আরও পড়ুন-হাসপাতালের মধ্যে ধর্ষিতা স্বাস্থ্যকর্মী: অভিযোগ পেয়েই গ্রেফতার মূল অভিযুক্ত

বনদফতরের কর্মীরা জানিয়েছেন, ওই শাবকটি ২১ ফেব্রুয়ারি জঙ্গল ছাড়া হয়। একতি চিতার মৃত্যুর পর এই জঙ্গলে এখন মোট ২৫টি চিতা রয়েছে। ৬টি পূর্ণবয়স্ক মেয়ে চিতা এবং ৩টি পূর্ণবয়স্ক পুরুষ চিতা, ১৬টি চিতা সাবক রয়েছে।

_

_

_

_

_

_


