Tuesday, November 11, 2025

কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে বঞ্চনা, সরকারি কর্মীদের বেতনে খতে মলমের চেষ্টা কেন্দ্রের

Date:

কেন্দ্রের সরকার বাংলাকে সব প্রকল্প থেকে বঞ্চিত করতে করতে বরাদ্দের ঝুলি প্রায় শূন্য করতে চলেছে। বকেয়ার দাবি নিয়ে আদালতের বক্তব্যেও কর্ণপাত করছে না কেন্দ্রে মোদি সরকার। অথচ বাংলায় ২০২৬-এ বিধানসভা নির্বাচন। তার আগে বাংলার মানুষের মন পেতে এবার কেন্দ্র সরকারি কর্মীদের (central govt employee) হাত করার চেষ্টা কেন্দ্রের সরকারের (Central Government)। পুজোর আগেই বেতনের ঘোষণা করা হল কেন্দ্রের তরফে।

কেন্দ্র সরকারের তরফে একটি নির্দেশিকায় জানানো হল, সেপ্টেম্বরেই আসন্ন বাংলায় দুর্গাপুজো (Durgapuja) ও দশেরা (Dussera)। তাই বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আগাম বেতনের ঘোষণা কেন্দ্রের। চলতি মাসের শেষে দুর্গাপুজোর আগেই হাতে সেপ্টেম্বরের বেতন (salary) পেতে চলেছেন বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মীরা (central govt employees)। ২৬ সেপ্টেম্বর বাংলার কর্মীদের বেতনের ঘোষণা করা হল, বাংলার ভোট ব্যাঙ্ককে নজরে রেখেই।

আরও পড়ুন: হাসপাতালের মধ্যে ধর্ষিতা স্বাস্থ্যকর্মী: অভিযোগ পেয়েই গ্রেফতার মূল অভিযুক্ত

কেন্দ্রের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, ২৬ সেপ্টেম্বরই দিয়ে দেওয়া হবে সেপ্টেম্বরের বেতন। বেতনের পাশাপাশি ওই দিন পেনশনও (pension) দিয়ে দেওয়া হবে অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে। তার জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। সেক্ষেত্রে এটিকে অগ্রিম বেতন হিসাবে ধরা হবে। মাসের শেষে এই বেতনের অঙ্ক পরবর্তী বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়ার ঘোষণা করা হয়। এই সংক্রান্ত নির্দেশ সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকেও দেওয়া হয়েছে বলে নির্দেশিকায় জানানো হয়।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version