রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে নতুন পালক যোগ করেছে এসএসকেএম হাসপাতাল (SSKM)। উৎকর্ষের গুণে ব্রিকস নেটওয়ার্কে (BRICS Network) স্থান করে নিয়েছে এই হাসপাতাল। মঙ্গলবার এসএসকেএমের নবনির্মিত উডর্বান-২ ‘অনন্য’ ভবনের উদ্বোধনে এই সুখবর জানতে পেরে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই গর্ব উদযাপন করতে হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লক্ষ টাকার আর্থিক উপহার মঞ্চ থেকেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

SSKM-এর সাফল্যে আপ্লুত মমতা বলেন, “আপনাদের জন্য আমাদের একটা ছোট্ট কনট্রিবিউশন- যাতে সবাই মিলে একটা গেট-টুগেদার করতে পারেন, আড্ডা মারতে পারেন, মনটা একটু রিল্যাক্স করতে পারেন। টেনশন ফ্রি হওয়াটাও তো দরকার।” মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন যে, এই টাকা কোনও কাজের জন্য নয়, শুধুই আনন্দ করতে হবে।

ব্রিকস নেটওয়ার্কে ভারত থেকে ২০টি সংস্থাকে বেছে নেওয়া হয়েছিল। তার মধ্যে স্বাস্থ্য খাতে মাত্র ২টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে- একটি পুদুচেরির, অন্যটি পশ্চিমবঙ্গের আইপিজিএমইআর তথা এসএসকেএম। হাসপাতাল সূত্রে খবর, দু-মাস আগে এই খবর পাওয়া গেলেও, মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিল হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার এই তথ্য প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। SSKM-র চিকিৎসার মান যে বিশ্বমানের এই স্বীকৃতিই তার প্রমাণ।

এদিনের অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য খাতের আর্থিক উন্নতির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, “২০১১ সালে যেখানে স্বাস্থ্যখাতে বাজেট ছিল মাত্র ৩৬৮৪ কোটি টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২১,৩৫৫ কোটি টাকায়। বিনামূল্যে বাচ্চাদের হার্ট অপারেশন হচ্ছে, স্বাস্থ্যসাথী চালু হয়েছে- এগুলো সাধারণ মানুষের জন্য বিশাল উপকার।” স্বাস্থ্যবিমার উপর জিএসটি প্রত্যাহারের দাবি যে তাঁরই প্রথম ছিল, এ কথাও এদিন স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী।

–

–

–

–

–

–
–