বিতর্কে জেরবার এশিয়া কাপ ( Asia Cup)। ভারত-পাকিস্তানে ম্যাচে করমর্দন নিয়ে তোলপাড় হচ্ছে ক্রিকেট বিশ্ব। এরইমধ্যে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আইসিসির(ICC) দ্বারস্থ হয়েছিল পিসিবি (PCB)। কিন্তু জয় শাহ পিসিবির আবেদন পত্রপাঠ খারিজ করে দিলেন।

আইসিসির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পিসিবিকে, পাইক্রফটকে আইসিসির তরফেই দায়িত্ব দেওয়া হয়েছে, তাই তাঁর প্রতি আস্থা অটুট আছে। এশিয়া কাপেই ফের ম্যাচ পরিচালনা করবেন পাইক্রফট। আইসিসির পক্ষ থেকে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ক্রিকবাজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

টসের সময় সূর্যকুমার যাদব প্রতিপক্ষ অধিনায়ক সলমন আঘার সঙ্গে হাত মেলাননি। এমনকি ম্যাচ জয়ের পরেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই ডাগ আউটে ফুরে আসেন সূর্য এবং শিবম দুবে। সাজঘরের দরজাও প্রতিপক্ষ দলের মুখের উপর বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয় পাক শিবির। তারা নিশানা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকেকে। পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, অ্যান্ডি পাইক্রফট দায়িত্বে থাকলে তারা এশিয়া কাপে খেলবে না।

কিন্ত আইসিসির কাছে ধপে টিকল না পিসিবির আবেদন। পিসিবি হুঙ্কার দিয়েছিল অ্যান্ডি পাইক্রফটকে সরানো না হলে তারা বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলতে নামবেন না। কিন্ত আইসিসি সরাসরি প্রত্যাখান করল পিসিবির আবেদন। এবার কী করবে পাকিস্তান। এই ম্যাচে খেলতে না নামলে পাকিস্তান বিদায় নেবে। সূত্রের খবর, হুশিয়ারিই সার, এশিয়া কাপ থেকে দল তুলে নিচ্ছে না পিসিবি। বুধবার ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। এ যেন ১৮০ ডিগ্রি ঘুড়ে যাওয়া।

আরও পড়ুন:বেআইনি অ্যাপের প্রচার, ভারতীয় দলের দুই প্রাক্তনীকে ইডির তলব

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলে রয়েছেন পাইক্রফট। একাধিক ম্যাচে নিজের দায়িত্ব পালন করেছেন। ফলে তাঁর প্রতি আস্থা অটুট আইসিসির।

–

–

–

–
–
–