হাসপাতালের ভিতরে বেসরকারি কর্মীর হাতে স্বাস্থ্যকর্মীর ধর্ষের ঘটনায় ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করল পাঁশকুড়া থানার পুলিশ (Panshkura police)। ঘটনার জেরে সোমবার চাঞ্চল্য ছড়ায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে (Panshkura Super Speciality Hospital)। যদিও অভিযোগ দায়ের হতেই তৎপর হয় পুলিশ। গ্রেফতার করা হয় জাহির আব্বাস খান নামের অভিযুক্তকে।

পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এজেন্সির মাধ্যমে ওয়ার্ড গার্ল ও বিভিন্ন পরিষেবার কাজে অন্যান্য হাসপাতালের মতোই পিপিপি মডেলে নিয়োগ হয় কর্মী। একই এজেন্সি সেখানে ওয়ার্ড বয়-গার্ল ও ফেসিলিটির কর্মী নিয়োগ করে। এবার অভিযুক্ত বেসরকারি সংস্থার সেই ফেসিলিটি ম্যানেজারই (facility manager)। অভিযোগ, বেশ কিছু দিন আগেই নির্যাতিতা ওয়ার্ড গার্লকে (ward girl) তিনি কুপ্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ওই তরুণী রাজি না হওয়ায় কার্যত তার উপর প্রতিশোধ নেওয়ার নেশায় মেতে ওঠে অভিযুক্ত জাহির।

আরও পড়ুন: পুরীতে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার ১৯ বছরের তরুণী!

রবিবার রাতে ওষুধ দেওয়ার অছিলায় ডেকে পাঠায় ওই ম্যানেজার জাহির। রবিরার আউটডোর না থাকায় হাসপাতালে লোকসংখ্যা কম থাকে। কর্মীর সংখ্যাও কম থাকে। সেই সুযোগ কাজে লাগায় অভিযুক্ত দুষ্কৃতী। ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ করেন নির্যাতিতা। সোমবার অভিযোগ দায়েরের পরই ম্যানেজার জাহিরকে গ্রেফতার করে পাঁশকুড়া পুলিশ। ধৃতের বিরুদ্ধে ওই বেসরকারি সংস্থার কর্মীরা আরও একাধিক বেনিয়মের অভিযোগ এনেছেন।

–

–

–

–

–

–