Thursday, November 13, 2025

ফের বিজেপিশসিত ওড়িশায় আক্রান্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক! কাঠগড়ায় রেল পুলিশ

Date:

ফের বিজেপিশসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত বাংলাভাষী পরিযায়ী শ্রমিক (Migrant Labour)। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের নির্মাণ গ্রামের বাসিন্দা আশরাফুল সানাকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।

কেরালায় (Kerala) কাজ করতে গিয়েছিলেন আশরাফুল। সেখানে কাজের সমস্যার কারণে ট্রেনে বাড়ি ফিরছিলেন। ভুলবশত ওড়িশার সরলা রোড স্টেশনে নেমে পড়েন তিনি। প্রথমে একদল দুষ্কৃতীদের হাতে বাংলাদেশি সন্দেহে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পুরো ঘটনা পরিবারকে ফোনে জানান আক্রান্ত পরিযায়ী শ্রমিক। পরে রেল পুলিশের (Police) হাতেও আক্রান্ত হন স্বরূপ নগরের বাসিন্দা আশরাফুল। তারও তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। 

পুলিশ আশরাফুলকে গোপন স্থানে আটকে রাখে বলে অভিযোগ। তাঁর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরে মালদহ, মুর্শিদাবাদের কিছু পরিযয়ী শ্রমিক (Migrant Labour) সেখানে কাজ করছিল, তাঁরা ওই পরিবারকে বিস্তারিত জানান। পরিবারের লোকেরা সেখানে গিয়ে পুলিশকে বিস্তারিত জানিয়ে আশরাফুলের খোঁজ করলে প্রথমে তারা অস্বীকার করে। পরে স্বরূপনগর থানায় অভিযোগ দায়ের করলে তারা সেখানকার রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তখন তারা আশরাফুলের খোঁজ দেয়। পরিবারের সদস্যরা তাঁকে বাড়ি নিয়ে আসেন। দেখা যায় তাঁর শরীরে একাধিক জায়গায় আঘাতিক চিহ্ন রয়েছে। 

বুধবার ভোর রাতে আশরাফুলকে গাড়ি করে বাড়ি নিয়ে আসা হয়। তাঁকে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তার অবস্থা যথেষ্ট সংকটজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে বাংলা ভাষায় কথা বলায় আক্রান্ত হতে হয়েছে। ভিন রাজ্যে তাকে নির্মমভাবে মারা হয়েছে। শুধু মাত্র বাঙালি পরিযয়ী শ্রমিক বলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আক্রান্ত হতে হচ্ছে। আমরা সুবিচার চাই যারা এই ঘটনা ঘটেছে অবিলম্বে তাদের শাস্তি চাই।

Related articles

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...
Exit mobile version