নেতা পথভ্রষ্ট বলে একক লড়াই! বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের পোস্টে কাকে নিশানা

Date:

Share post:

“যে হাঁটতে পারে ভালোবেসে, তার কাছে কোনও দূরত্বই দূর নয়!”, “পথ দেখানোর মানুষ যখন পথভ্রষ্ট, লড়াইটা তখন একক!” একের পর এক ইঙ্গিত পূর্ণ পোস্ট বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষের (Shankar Ghosh)। তাঁর এই সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। কাকে ইঙ্গিত করছেন তিনি? কোন নেতা পথভ্রষ্ট? কেন তিনি একা? উঠছে এইসব প্রশ্ন।

সোমবার পোস্টে শঙ্কর লিখেছিলেন, “পথ দেখানোর মানুষ যখন পথভ্রষ্ট, লড়াইটা তখন একক!” মঙ্গলবার লিখেছেন, “যে হাঁটতে পারে ভালোবেসে, তার কাছে কোনও দূরত্বই দূর নয়!” বিধানসভায় বিজেপির মুখ‌্যসচেতকের এই পোস্ট নিয়ে গেরুয়া শিবিরের বাইরে শুধু নয় অন্দরেও তুমুল শোরগোল।

বেশ কয়েকবার বাম-ডান শিবির বদল করে শেষ পর্যন্ত বিজেপিতে এসে ঠেকেছেন শঙ্কর। বিধানসভায় বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) পিছন পিছন দেখা যায় তাঁকে। রাজনৈতিক মহলে, তিনি শুভেন্দু-অনুগামী বলেই পরিচিত। যেকোনও ঝামেলা, বিধানসভার সভা পণ্ড, যেকোনও বিষয়ে বিরোধীদল নেতার শাগরেদ শঙ্কর। এই পরিস্থিতিতে হঠাৎ করে “পথ দেখানোর মানুষ যখন পথভ্রষ্ট” এই কথার অর্থ কী? তুমুল জল্পনা তৈরি হয়েছে বিজেপির ঘরে-বাইরে। পাশাপাশি, ‘একক লড়াই’য়ের কথাও বলেছেন তিনি। তাহলে কি দলে থেকে সংগঠিত লড়াইয়ে আস্থা রাখতে পারছেন না শঙ্কর ঘোষ- উঠছে প্রশ্ন

আবার নতুন পোস্টে কার হাঁটার ইঙ্গিত নিয়েও জল্পনা চলছে। তবে এই নিয়ে চর্চা হতেই মঙ্গলবার বিজেপি বিধায়ক ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন। তাঁর মতে, ‘‘সংবাদ মাধ‌্যমে চর্চার বিষয়বস্তু ব‌্যক্তিগত অনুভূতির সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেওয়াটা খুব দুর্ভাগ‌্যজনক। এটা অনভিপ্রেত।’’

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...