এশিয়া কাপের মধ্যেই হার্দিক পান্ডিয়ার জীবনে নতুন প্রেম! সার্বিয়ান মডেল নাতাশার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। এবার শোনা যাচ্ছে নতুন প্রেম এসেছে হার্দিকের জীবনে।

হার্দিক পান্ডিয়া নাকি প্রেমে পড়েছেন মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মার। দিল্লিতে বড় হওয়া এই মডেলের বয়স মাত্র ২৪।

কে মাহিকা শর্মা? তা নিয়ে এখন অনেকের আগ্রহ প্রবল। মাহিকার সঙ্গে হার্দিকের সম্পর্কের জল্পনা শুরু হয়েছে একটি রেডিট পোস্ট থেকে।

মাহিকার একটি সেলফি পোস্ট কড়েছেন সেটা থেকে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে। অনেকে মনে করছেন, সেই সেলফিতে মাহিকার পিছনে যে পুরুষের অবয়ব দেখা যাচ্ছে তিনি ভারতীয় দলের তারকা অলরাউন্ডার। এর মধ্যে হার্দিক এবং মাহিকা উভয়ই ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করছেন। ফলে দুইয়ে দুইয়ে চার করতে শুরু করেছেন নেটিজেনরা।

বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু থেকে থাকেন হার্দিক পান্ডিয়া। এর আগে তাঁর ঘড়ি নিয়ে প্রবল চর্চা হয়েছিল।
বিশ্বের দামী সব ঘড়ির সংগ্রহ আছে তাঁর। সম্প্রতি তাঁর হাতে দেখা গিয়েছে রিচার্ড মিলের একটি বিশেষ সংস্করণের ঘড়ি-আরএম ২৭-০৪। সেই ঘড়ির মূল্য শুনলে অবাক হতেই হবেন।

সুইজারল্যান্ডের বিলাসবহুল ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিচার্ড মিলের তৈরি করা ওই মডেলের ঘড়ি গোটা পৃথিবীতে আছে মাত্র ৫০টি। একটির দাম প্রায় ২০ কোটি টাকা।
