অস্ত্রত্যাগে বাধ্য হল কি মাওবাদীরা! চিঠি ঘিরে জল্পনা

Date:

Share post:

অবশেষে অস্ত্রত্যাগ করতে বাধ্য হল কি মাওবাদীরা (Maoists)! সম্প্রতি মাও কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, তাঁরা অস্ত্রত্যাগ করে আত্মসমর্পণ (Surrender) করতে রাজি আছেন।  জানা গেছে, গত ৯ মাসে ২১০ জন মাও সদস্যের মৃত্যুতে শিকড় নড়ে গেছে মাওবাদীদের। সিপিআই (মাওবাদী)-এর তরফে এক বিবৃতি জারি করে প্রকাশ করা হয়েছে, মাওবাদীরা আপাতত একমাসের অস্থায়ী সংঘর্ষ বিরতি চাইছে। সরকারের সঙ্গে আলোচনা করে তাঁরা এক সমাধানের পথে এগোতে চাইছেন। এক্ষেত্রে যে চিঠি তাঁরা প্রকাশ করেছেন তার সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। প্রকাশ্যে এসেছে মাও নেতা অভয়ের নামও। মাওবাদীদের তরফে প্রকাশিত বিবৃতে বলা হয়েছে, ২০২৪ সাল থেকে চলা সরকারের মাওবাদীনিধন অভিযানে দুই পক্ষের বিশাল ক্ষতি হয়েছে। তাই জনসাধারণের স্বার্থে এবার দুই পক্ষের একসঙ্গে মিলে কাজ করা উচিত। তাই তাঁরা এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Minister) বা তাঁর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে চান। তাঁরা সরকারের কাছে আর্জি জানিয়েছেন, সারাদেশে ছড়িয়ে থাকা তাঁদের মাও সহকর্মীদের সঙ্গে আলোচনার জন্য একমাস সময় চেয়েছেন। এই একমাসে তাঁদের উপর যাতে সরকার কোনও রকম হামলা না চালায় তারও আর্জি জানিয়েছেন। আরও পড়ুন: নির্লজ্জ মহম্মদ ইউসুফ, সূর্যকে কুরুচিকর আক্রমণ করেও ক্ষমা চাইলেন না

তবে ছত্তিশগড় সরকার (Chhattisgarh) এই বিবৃতির সত্যতা যাচাই করে দেখছে। উল্লেখ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে মাওবাদমুক্ত অভিযান আরও বৃদ্ধি পেয়েছে। সরকারের এই অভিযানে নিহত হয়েছেন ২৮৭ জন, এনকাউন্টারে মৃত্যু হয়েছে ২১০ জনের, আত্মসমর্পণ করেন ৮৩৭ জন এছাড়াও গ্রেফতার হয়েছেন হাজারেরও বেশি মাওবাদী। এই পরিস্থিতি আরও এগোতে থাকলে বাকিদেরও রেহাই নেই এই ভেবেই শান্তির পথে হাঁটতে চাইছেন মাওবাদীরা।

spot_img

Related articles

তামিলনাড়ুতে বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে প্রাণ গেল ৩১ জনের, আহত বহু 

তামিলনাড়ুর করুরে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও মহিলা...

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের! তোপ বিরোধীদের

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের। ভোটার তালিকায় দুবার নাম থাকা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছিল...

ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

পঞ্চমীর বিকেলেই ঘোষিত এবছরের বিশ্ব বাংলা শারদ সম্মান (Biswa Bangla Sharod Samman) প্রাপকদের নাম। প্রতিবছর ষষ্ঠীর বোধন বেলায়...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...