Saturday, November 15, 2025

মোদির চরিত্রে অভিনেতা কে: জন্মদিনেই প্রকাশ্যে বায়োপিকের পোস্টার

Date:

ডোনাল্ড ট্রাম্প থেকে নেতানিয়াহু। শাহরুখ খান থেকে মনু ভাকের। ৭৫তন জন্মদিবসে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাতে কার্যত কোনও জগতের কোনও বিশিষ্ট ব্যক্তিই বাকি রাখেননি। তবে তেলেগু চলচ্চিত্র জগতের পক্ষ থেকে দেওয়া হল একেবারে অন্যরকম পুরস্কার। বেশ কিছুদিন ধরে যে সম্ভাবনা তৈরি হচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক (biopic) তৈরি নিয়ে। মোদির জন্মদিনের দিনই প্রথম নরেন্দ্র মোদির (Narendra Modi) বায়োপিকের পোস্টার প্রকাশ্যে আনল তেলেঙ্গানার (Telengana) প্রযোজক সংস্থা।

জন্মদিবসে ২০৪৭ সাল পর্যন্ত পরিকল্পনার কথা মধ্যপ্রদেশে একটি অনুষ্ঠান থেকে ঘোষণা করেন নরেন্দ্র মোদি। বিজেপি জমানায় ভারতে বিভিন্ন প্রকল্পে নিজের সাফল্যের খতিয়ান পেশ করেন। সেই সঙ্গে পাক সন্ত্রাসবাদ নিয়েও হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদি। ২০৪৭ সাল পর্যন্ত নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী থাকবেন কি না, তা ফের ২০২৯ সালে প্রমাণ মিলবে। তবে তার আগে তাঁর অতীত ও বর্তমান নিয়ে এবার তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘মা বন্দে’ (Maa Vande)।

বুধবার নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিনের দিনই প্রকাশ্যে এলো ‘মা বন্দে’র (Maa Vande) প্রথম পোস্টার। চারটি ভাষায় সেই পোস্টার (poster) সামনে এসেছে। পোস্টারের মতো সিনেমাও একাধিক ভারতীয় ভাষাতেই রিলিজ করবে। সেই সঙ্গে ইংরাজিতেও রিলিজ করবে। তেলেগু প্রযোজনা সংস্থা সিলভারকাস্ট ক্রিয়েশন পোস্টার প্রকাশ করেই জানিয়েছে এই সিনেমায় নরেন্দ্র মোদির চরিত্র অভিনয় করছেন মালায়লাম অভিনেতা উন্নি মুকুন্দন।

আরও পড়ুন: টানটান থ্রিলারে জমজমাট ট্রেলার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত-বাংলাদেশ মৈত্রীর বার্তা!

মোদির বায়োপিকের এই চলচ্চিত্রে তুলে ধরা হবে মোদির অতীত থেকে বর্তমান রাজনৈতিক জীবন। সেই সঙ্গে গুরুত্ব পাবে মোদির সঙ্গে তাঁর মায়ের সম্পর্কের গাঁথাও। সম্প্রতি বাংলার দেখানো পথে নারী শক্তির উপর গুরুত্ব আরোপ করা নিয়ে যত্নশীল মোদি সরকার। জন্মদিনে সেই সংক্রান্ত প্রকল্প ‘সুস্থ নারী সশক্ত পরিবার’ প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি। এই প্রকল্পের মাধ্যমে দেশের মহিলাদের চিকিৎসা পরিষেবা প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার ঘোষণা করা হয়।

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version