এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে বিতর্কের রেশ হচ্ছে না। করদর্মন বিতর্ক থেকে একাধিক বিষয় নিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত। এরইমধ্যে আবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান! তবে ক্রিকেট মাঠে নয় অ্যাথলেটিক্সের ময়দানে।

বুধবার পুরুষদের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে(World Athletics Championships) জ্যাভলিন থ্রোয়ের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামছেন নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম (Neeraj Chopra vs Arshad Nadeem)। তবে আজ নীরজের মুখোমুখি হবেন না প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ী নাদিম। দু’জনেই ফাইনালে উঠলে তবেই বৃহস্পতিবার তারা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

সম্প্রতি পহেলগাঁও এবং অপারেশন সিন্দুর অধ্যায়ের পর ভারত পাকিস্তানের মধ্যে তিক্ততার রেশ বৃদ্ধি পেয়েছে। যার রেশ পড়েছে এশিয়া কাপের ম্যাচে। সেই বিতর্কের মধ্যেই পুরুষদের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হতে পারেন নীরজ-নাদিম। ট্রাকের বাইরে তারা বন্ধু বলেই পরিচিত।অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে মুখোমুখি হচ্ছেন দু’জনে। তাঁদের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল। কিন্তু বর্তমানে দুই দেশের তিক্ততার আবহে সৌজন্য দেখাবেন দুই জনে!

যোগ্যতা অর্জন পর্বে নীরজ কিছুটা কঠিন গ্রুপে রয়েছেন। নীরজকে লড়তে হবে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর জার্মানির জুলিয়ান ওয়েবার, ছয় নম্বর চেক প্রজাতন্ত্রের জেকব ভালডেচ, ভারতের দু’নম্বর এবং বিশ্বের ১৭ নম্বর সচিন যাদব।। গ্রুপ বি’তে নাদিমের সঙ্গে রয়েছেন পিটার্স, ইয়েগো, ব্রাজিলের লুইজ দা সিলভা।

আরও পড়ুন: কোচেই সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় দিমিত্রির! মরশুমের শুরুতেই প্রবল চাপে মোলিনা

এর আগে মাত্র দু’জন অ্যাথলিট পরপর দু’বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। চেক রিপাবলিকের জান জেলেজনি ও গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্সের পর সেই তালিকায় নিজের নাম লেখাতে মুখিয়ে থাকবেন নীরজ।

–

–

–

–
–
–