ভয়াবহ ডাকাতি। সেনার পোশাকে ব্যাঙ্কে (Bank) ঢুকে লুঠ করল ডাকাতের দল। গোটা ঘটনায় সাড়া পড়ে গিয়েছে দেশে। CCTV ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ (Police)।

কর্নাটকের বিজয়পুরা শহরে মঙ্গলবার সন্ধেয় পিস্তল দেখিয়ে SBI-এ ঢুকে কর্মীদের মারধর করে চেয়ারে বেঁধে রেখে কোটি কোটি টাকা লুঠ করে পালাল ডাকাতদল। ৫৮ কেজি সোনা এবং নগদ ৮ কোটি টাকা নিয়ে পালিয়েছে ডাকাতরা। ব্যাঙ্ক বন্ধ হওয়ার ঠিক আগে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

ডাকাতের দল প্রথমে ব্যাঙ্ক (Bank) ম্যানেজারের কাছে যায় এবং কোষাধ্যক্ষের সামনে দাঁড়িয়ে সবার সামনে হুমকি দিয়ে টাকা ও সোনা লুঠ করে চম্পট দেয়। ঘটনার পরেই ডাকাতদের ব্যবহৃত গাড়ি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ডাকাতরা মহারাষ্ট্রের দিকেই গিয়েছে। বিভিন্ন জায়গায় নাকা চেক চেকিং চলছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

–

–

–

–

–

–

–
–
–