এবার CBSE-KVS-NVS স্কুলে মোদিকে নিয়ে সিনেমা দেখানোর ফতোয়া কেন্দ্রের, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

পুজো মণ্ডপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি রাখার নিদানের পরে এবার মোদির ছেলেবেলার কাহিনিতে অনুপ্রাণিত সিনেমা টানা ১৭ দিন বিভিন্ন স্কুলে চালানোর ফতোয়া জারি করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ডকে (CBSE) এই নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (KVS) এবং নবোদয় বিদ্যালয় সমিতি (NVS)-কেও এই নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। এর প্রেক্ষিতে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল-সহ বিরোধীরা। এই ধরনের নির্দেশ বাংলায় দেওয়া হলে এতক্ষণে রে রে করে উঠত তৃণমূল বিরোধীদলগুলি। গদি মিডিয়াও আলোচনাসভা বসিয়ে ফেলত বলেও খোঁচা দেওয়া হয়।

১১ সেপ্টেম্বর CBSE, KVS ও NVS-এ পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনের আগে ১৬ তারিখ থেকে স্কুলগুলিতে প্রধানমন্ত্রীর ছেলেবেলার বিভিন্ন ঘটনা নিয়ে তৈরি ‘চলো জিতে হ্যায়’ ছবিটি দেখাতে হবে। ২০১৮-তে এই ছবি প্রথম মুক্তি পেয়েছিল। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন সিনেমা হলেও এই ছবি দেখানো হবে। নির্দেশিকায় দাবি, এই ছবি ছোটদের চরিত্রগঠন, সেবা এবং দায়িত্বভার নিয়ে চিন্তা করতে শেখাবে। সামাজিক-মানসিক শিক্ষা, সহানুভূতি, আত্মপ্রতিফলনে সহায়তা করবে। অনুপ্রেরণা জোগাবে। ছবিটি শ্রেষ্ঠ ‘নন-ফিচার ফিল্ম’ হিসেবে জাতীয় পুরস্কারও জিতেছে। গুজরাতের ঐতিহাসিক ‘বর্নাক্যুলর স্কুল অফ বডনগর’ যে স্কুলের ছাত্র ছিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। সেই স্কুলেই ‘চলো জীতে হ্যায়’ ছবিটি দেখানো হয়। সিবিএসই-র অধীন অন্য স্কুলও দেখানো হবে।

এর আগে পুজো অনুদান নিলে দুর্গাপ্রতিমার পায়ের কাছে মোদির ছবি রাখার নিদান দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বাংলাতেও এই ধরনের কথাই বলেছেন, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এবার জন্মদিন উপলক্ষ্যে সিনেমা। এটা যদি বাংলা বা কোনও অবিজেপি রাজ্যের সরকার করত, তাহলে কী বলতেন বিরোধীরা- প্রশ্ন তুলেছে তৃণমূল।

তীব্র কটাক্ষ করে বলা হয়, “এটা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ হলে, ঘণ্টাখানেক কুমন, জবাব চায় কাংলা- শুরু হয়ে যেত। আর চ্যানেলে মতামত দেওয়া শুরু করতেন আকাশ রঞ্জন,বজরুল ইসলাম, বিশ্ব রাম কক্রবর্তী, কতরূপ, কাজল ঘোষ।” অর্থাৎ গদি মিডিয়া আর সন্ধেবেলায় সেজেগুজে টিভি চ্যানেলে বসা বিরোধীদলের নেতা, রাজনৈতিক নেতারা বাংলায় কিছু হলে শোরগোল ফেলে দেন। অর্থাৎ এবেলায় নীরব। অথচ বাংলাতেও তো CBSE, KVS ও NVS বোর্ডে স্কুল আছে, সেগুলিতেও নিশ্চয় কেন্দ্রীয় নির্দেশ মেনে ছবি দেখানো হবে। তাহলে তার বেলা বাম-কংগ্রেস বা গদি মিডিয়া সরব হবে না? প্রশ্ন রাজ্যের শাসকদলের।

spot_img

Related articles

কেরলে নিহত পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে গ্রামে পৌঁছল তৃণমূল নেতৃত্ব

রাজ্যে হোক বা রাজ্যের বাইরে। বাংলার মানুষের পাশে প্রতিনিয়ত রয়েছে বাংলার প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেস। কেরলেয় নিহত...

হামাসের সঙ্গে ভগৎ সিংয়ের তুলনা! সমালোচিত কংগ্রেস সাংসদ

হামাস জঙ্গি গোষ্ঠীকে স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ (Imran Masood)। উত্তরপ্রদেশের সাহারানপুরের...

লক্ষ্য ২০৪৭! উন্নয়ন ও বলিষ্ঠ অর্থনীতিই লক্ষ্য ‘উড়ান’-এর

নয় বছর পূর্ণ করল ভারতের আঞ্চলিক সংযোগ প্রকল্প 'উড়ান' (UDAN)। বিমানবন্দরের সংখ্যা ২০১৪ সালে ৭৪ থেকে ২০২৫ সালে...

বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার ছক, SIR-এর নামে ছেলেখেলা করছে কমিশন: সুর চড়ালেন সুজন

ভোটার তালিকা সংশোধনের নামে SIR নিয়ে ছেলেখেলা হচ্ছে। নাগরিকত্ব নির্ণয় করা নির্বাচন কমিশনের কাজ নয়। বাংলার মানুষকে রোহিঙ্গা...