Thursday, November 13, 2025

মার্কিন যুক্তরাষ্ট্রে স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিদেশমন্ত্রকে চিঠি হায়দরাবাদের যুবতীর

Date:

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বিদেশমন্ত্রককে চিঠি লিখলেন ভারতীয় যুবতী। কিছুদিন আগে হায়দরাবাদের ওই যুবতী ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে সম্পূর্ণ বিষয়টি জানিয়ে দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন।

সূত্রের খবর, বছর দুয়েক আগে আমেরিকা-নিবাসী মহম্মদ জ়ৈন উদ্দিনের সঙ্গে হায়দরাবাদের বাসিন্দা ২৫ বছরের হানা আহমদ খানের বিয়ে হয়। প্রথমে সব ঠিক থাকলেও কিছু দিন পরেই শিকাগোয় ফিরে যান তাঁর স্বামী। দু’বছর কেটে গেলেও তাঁকে আমেরিকায় নিয়ে যান নি জ়ৈন।

অনেকরকম ভাবে চেষ্টা করে গত বছরের ১৭ ফেব্রুয়ারি ভিসা জোগাড় করে আমেরিকায় গিয়েছিলেন হানা। স্বামীর সঙ্গে দেখা করে তাঁকে সংসার করার কথা বার বার বললেও রাজি হন নি তিনি। উল্টে তাঁর ওপর শুরু হয় শারীরিক নির্যাতন। চিঠিতে যুবতী জানিয়েছেন তাঁর আপত্তি থাকা সত্ত্বেও তাঁর স্বামী তাঁকে বিবাহবিচ্ছেদের মামলা শুরু করতে একপ্রকার বাধ্য করেন। স্বামীর বিরুদ্ধে শিকাগোর পুলিশের কাছে অভিযোগ জানালেও লাভ হয়নি তাতে। লিখিত অভিযোগ নেওয়া হয় নি। জ়ৈনকে সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ।

কয়েক মাস আগে সামাজিক নিরাপত্তা (সোশ্যাল সিকিউরিটি) সংক্রান্ত কার্ড এবং গ্রিন কার্ড হাতে পেয়েছেন হানা। এরপর জ়ৈন স্ত্রীকে বুঝিয়েছিলেন দু’জনে ভারতে ঘুরতে যাবেন। সেখান থেকে সৌদি আরবে যাবেন। প্ল্যানমাফিক ভারতে একটি হোটেলে উঠেছিলেন দম্পতি। হোটেল থেকেই পরিজনদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হানা।

সেই সময়ে হোটেল কর্তৃপক্ষের থেকে ফোন পেয়ে যুবতী জানতে পারেন, হোটেলের ঘর থেকে তাঁর সব মালপত্র নিয়ে গিয়েছেন তাঁর স্বামী। হোটেলের ঘরে চেক আউট করে বিমানবন্দরের চলে গিয়েছেন তিনি। হোটেলে ফিরে হানা দেখেন, তাঁর জিনিসপত্র নেই।গহনা, পোশাক, পাসপোর্ট, গ্রিন কার্ড-সহ সমস্ত জরুরি নথি নিয়ে গিয়েছেন তাঁর স্বামী।

আরও পড়ুন :ছাব্বিশের গোড়াতেই অরিন্দমের পলিটিক্যাল থ্রিলার, প্রকাশ্যে ‘কর্পূর’-এর ফার্স্ট মোশন পোস্টার

এই ঘটনার পরেই একপ্রকার বাধ্য হয়েই গত ২২ অগস্ট বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয়েছেন তিনি। জয়শঙ্করকে লেখা চিঠিতে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন হানা। ভারত বা মার্কিন কর্তৃপক্ষর তরফে কোনও মন্তব্য পাওয়া যায় নি যদিও এখনও।

Related articles

KIFF: সমাপ্তির বিষাদ ভুলে চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে সিনে দশমীর বর্ণময় অনুষ্ঠানের জৌলুস 

শহরে এসেছিল দেশ বিদেশের ছবি। এক সপ্তাহ ধরে জমল সিনে আড্ডা। নানা ভাষার সিনেমা দেখে উচ্ছ্বসিত সাধারণ দর্শক...

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...
Exit mobile version