Wednesday, November 12, 2025

সভাপতি নির্বাচনের বৈঠক অমিত শাহের বাড়িতে, বিজেপির গ্রাসে বিসিসিআই!

Date:

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম (BCCI AGM)। বিজেপির আমলে ইলেকশন অতীত সিলেকশনই শেষ কথা। এবার বিসিসিআই সভাপতি বাছাই হবে বোর্ডের সদর দফতরে নয়, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বাড়িতে। সেখানে বিসিসিআই শীর্ষ কর্তা থেকে অনেক রাজ্য সংস্থার প্রতিনিধিদের থাকার কথা।

২০১৪ সালে কেন্দ্র ক্ষমতায় আসার পর স্বশাসিত প্রতিষ্ঠানগুলিতে নিজেদের আধিপত্য বিস্তার করে বিজেপি। নির্বাচন কমিশন, ইডি, সিবিআই সবই বিজেপির তোতাপাখি হয়ে গিয়েছে বলে বিরোধীদের অভিযোগ। বিসিসিআইয়ের নির্বাচনে বিজেপির একটা পরোক্ষ প্রভাব এতদিন ধরেই ছিল। এবার প্রত্যক্ষভাবেই বিসিসিআইয়ের ভোটে যুক্ত হয়ে গেল বিজেপি।

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম। সেখানেই সভাপতি, সচিব সহ পাঁচটি পদে নির্বাচন হবে। ভোটাভুটির আগেই চূড়ান্ত হয়ে যায় সভাপতির নাম।বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং।

কিন্তু ২৮ সেপ্টেম্বর বোর্ডের এজিএমের আগেই সভাপতির নাম থিক হয়ে যাবে শনিবারই। আগামী শনিবার রাতে অমিত শাহের বাড়িতে বৈঠক আছে। সেখানে থাকবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। যতই হরভজন, সৌরভ বা রঘুরাম ভাটদের নাম থাকুক শনিবার রাতে সব খেলা ঘুরে যেতে পারে। সৌরভ অমিত শাহের বাড়িতে যাবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই।

আরও পড়ুন:সিএবির পর বিসিসিআই, সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ, তালিকায় রয়েছে কাদের নাম?

২০১৯ সালে বোর্ডের সভাপতি হন সৌরভ। কিন্তু ২০২২ সালে তাঁকে ছেটে ফেলে রজার বিনিকে সভাপতি করা হয়। বোর্ড রাজনীতির অঙ্ক বরাবরই কঠিন। নানা রাজনীতির সমীকরণ সেখানে কাজ করে। কিন্তু কোনও বিজেপি শীর্ষ নেতার বাড়িতে বোর্ড সভাপতি নির্বাচন সংক্রান্ত বেসরকারি বৈঠক হচ্ছে এমন নজির সাম্প্রতিক অতীত কেন ইতিহাস ঘাটলেও পাওয়া যাচ্ছে না।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version