Saturday, November 15, 2025

সামসেরগঞ্জ অশান্তি তদন্তে এনআইএয়ের ভূমিকায় প্রশ্ন হাইকোর্টের

Date:

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে অশান্তির ঘটনায় তদন্ত নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে, দুর্গাপুজোর আগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন না দেওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে প্রতিবাদ ঘিরে সামসেরগঞ্জে অশান্তি ছড়ায়। বহু বাড়িঘর ও সম্পত্তি ভাঙচুর হয়। সেই ঘটনাকে ঘিরেই হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলার শুনানিতে এনআইএ-র ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আদালত জানায়, বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সংস্থা তদন্তে হাত দেয়নি। আদালতের পর্যবেক্ষণ, “এখানে রাজ্যের তদন্তে ত্রুটি আছে বলে অভিযোগ উঠছে। এনআইএ চাইলে তদন্তে নামতে পারত। কিন্তু তেমন পদক্ষেপ তারা নেয়নি।” রাজ্যের পক্ষে এদিন সওয়াল করেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “মোট ১০৯টি মামলা রুজু হয়েছে, চার্জশিটও দাখিল হয়েছে। নতুন কোনও অশান্তির খবর নেই।” ক্ষতিপূরণ নিয়ে রাজ্যের সাফাই, এখনও পর্যন্ত আলাদা করে ক্ষতিপূরণ দেওয়া হয়নি কারণ ভ্যালুয়েশন সম্পূর্ণ হয়নি। এর প্রেক্ষিতে আদালত জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তদন্তের অগ্রগতির রিপোর্টও আগামী শুনানিতে আদালতে জমা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ২০ নভেম্বর নির্ধারিত হয়েছে।

আরও পড়ুন- শুভেন্দু-অমিতাভের লবির ঠেলায় রাজ্য কমিটি গঠন করতে হিমশিম খাচ্ছেন শমীক!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version