Thursday, November 13, 2025

ছাব্বিশের গোড়াতেই অরিন্দমের পলিটিক্যাল থ্রিলার, প্রকাশ্যে ‘কর্পূর’-এর ফার্স্ট মোশন পোস্টার

Date:

অপেক্ষার অবসান, বহু প্রতীক্ষিত ‘কর্পূর’-এর (Karpoor) ফার্স্ট মোশন পোস্টারে সিনেমা মুক্তির সময়কালের আভাস দিলেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। ফ্রেন্ডস কমিউনিকেশন ও কাহাক স্টুডিও প্রযোজিত বাম জমানায় মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্যের উন্মোচনে বড়পর্দায় ‘কর্পূর’-এর প্রবেশ হতে চলেছে। বৃহস্পতিবার মোশন পোস্টারে যেভাবে আগুনের ছোঁয়ায় কর্পূর থেকে নির্গত ধোঁয়ায় নতুন বছরে ছবি মুক্তির ঘোষণা করা হল তাতে বেশ টানটান থ্রিলারের গন্ধ পাচ্ছে বাঙালি।

কখনও গোয়েন্দাদের নিয়ে রহস্য উন্মোচন কখনও বা পলিটিক্যাল স্যাটায়ারে পর্দায় ব্লকবাস্টার দিতে সবসময় তৈরি থাকেন অরিন্দম। এবার আবার সকলকে চমকে দিয়ে রাজনীতিক কুণাল ঘোষকে (Kunal Ghosh) তাঁর সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে তুলে ধরেছেন তিনি। সঙ্গে আবার রয়েছেন অভিনেতা পরিচালক নাট্যকার ব্রাত্য বসু (Bratya Basu)। কুণালের লুক ইতিমধ্যেই প্রশংসা পেয়েছে।

যাঁর অন্তর্ধান নিয়ে একটা গোটা গল্প আবর্তিত, সেই মনীষা চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। মূল কাহিনী দীপান্বিতার লেখা ‘অন্তর্ধানের নেপথ্যে’র উপর ভিত্তি করে তৈরি হয়েছে। তৎকালীন বাম জমানার শিক্ষা কেলেঙ্কারি থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার আর কমরেড নেতাদের সম্পর্কের বিষয়টি নিয়ে যথেষ্ট গবেষণা করেছেন পরিচালক। সকালবেলা কাজে বেরিয়ে একজন মানুষ কীভাবে কর্পূরের মতো উবে যেতে পারেন, সে প্রশ্নের উত্তর আজও মেলেনি। এত বছর পরেও মনীষার কোন খোঁজ মেলেনি। বিষয়টি বিতর্কিত হওয়ায় চিত্রনাট্যকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন অরিন্দম।
ফার্স্ট মোশন পোস্টারে থ্রিলার আবহের ঝলক দেখা গেল। ছবির সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটাই যথোপযুক্ত যে এই ছবি দেখার জন্য জানুয়ারি পর্যন্ত অপেক্ষা সইবে না বাংলার সিনেপ্রেমীদের। তবু কথায় আছে সবুরে মেওয়া ফলে।

এই সিনেমার গল্পে রয়েছে অনেক চমক, প্রকাশ্যে আসবে সেই সব কথা যা তৎকালীন সময়ের বেশ কিছু অজানা দিক তুলে ধরতে সক্ষম হবে। এ ছবি নিয়ে বিতর্ক হবে তা বলার অপেক্ষা রাখে না। তাই সিনেমা মুক্তি নিয়ে কোনও রকমের তাড়াহুড়ো করতে চাননি পরিচালক। জানুয়ারি মাসে ‘কর্পূর’ বড়পর্দায় রিলিজ করবে। আর সেখানেই দক্ষ অভিনেতা-অভিনেত্রীদের মাঝে রাজনিতিক কুণালের ‘অভিনয়’ সত্ত্বার প্রকাশ ঘটতে চলেছে যা এই ছবির অন্যতম আলোচ্যও বটে। সত্যি কি জানা যাবে কেন আর কীভাবে হারিয়ে গেলেন মনীষা? উত্তরের অপেক্ষায় ২০২৬।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version