বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে(World Athletics Championships 2025 Final ) জ্যাভেলিনের ফাইনালে নজর ছিল ভারত এবং পাকিস্তানের দুই অ্যাথলিটের দিকে। কিন্তু নীরজ চোপড়া (Neeraj Chopra) থেকে আরশাদ নাদিম দুইজনেই হতাশ করলেন। সাত বছর পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে খালি হাতে ফিরতে হল নীরজকে।

বৃহস্পতিবার নিজের প্রথম সুযোগে ৮৩.৬৫ মিটার থ্রো করেন নীরজ। দ্বিতীয় থ্রোয়ে ৮৪.০৩ মিটার পার করেন। ওটাই এদিন তাঁর সেরা পারফরম্যান্স। তৃতীয় থ্রোতেই ফাউল করেন নীরজ। চতুর্থবারে এসে মাত্র ৮২.৮৬ মিটারে থেমে যান ভারতের সোনার ছেলে। পঞ্চমবার বেশ আত্মবিশ্বাসী হয়ে থ্রো করেছিলেন নীরজ। কিন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেলন না।

নীরজ প্রথম রাউন্ডের পর থেকেই তাঁর খেলা নিয়ে হতাশ ছিলেন, বারবার তাঁকে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল। চতুর্থ রাউন্ডে তাই নজরে ছিলেন নীরজ। কিন্তু তিনি ফের হতাশ করেন। পঞ্চম রাউন্ডে নীরজ চলে যান অষ্টম স্থানে। সেই রাউন্ডে তাঁর থ্রো বাতিল হয়। ষষ্ঠ রাউন্ডেও ছবি একই, নীরজের থ্রো বাতিল হলো। ফলে সাত নম্বরে শেষ করলেন অলিম্পক্সে দুটি পদকজয়ী তারকা।

নীরজের ব্যর্থতার দিনে নজর কাড়লেন ভারতে উদীয়মান প্রতিভা সচিনযাদব। ফাইনালে নিজের প্রথম থ্রোতেই ৮৬.২৭ মিটার ছোড়েন তিনি, এটাই ছিল সচিনের জীবনের সেরা পারফরম্যান্স। তারপর লাগাতার ৮৫ মিটারের ধারেকাছে থ্রো করেছেন সচিন।

আরও পড়ুন: সভাপতি নির্বাচনের বৈঠক অমিত শাহের বাড়িতে, বিজেপির গ্রাসে বিসিসিআই!

২০২৪ সালে প্যারিস অলিম্পিকে সোনা জিতেছিলেন পাকিস্তানের আরশাদ নাদিম। এতে । তবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আরশাদ যেন অতীতের ছায়া মাত্র। আরশাদ ফাইনালে নীরজের আগেই বাদ পড়ে যান। নাদিমের প্রথম থ্রো ছিল ৮২.৭৩ মিটার, তাঁর দ্বিতীয় থ্রো ফাউল হয়, আরশাদের তৃতীয় প্রচেষ্টা ছিল ৮২.৭৫ মিটার তবে পাকিস্তানি ক্রীড়াবিদ চতুর্থ থ্রো ফাউল করেন।

–

–

–

–
–