Wednesday, November 12, 2025

সিএবির পর বিসিসিআই, সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে সৌরভ, তালিকায় রয়েছে কাদের নাম?

Date:

সিএবি সভাপতি নিশ্চিত করেছেন, এবার বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়েও প্রবলভাবে উঠে আসছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)  নাম। আগামী দুই দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যেতে পারে বিসিসিআইয়ের (BCCI) শীর্ষপদে বসবেন কে?

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের এজিএম। সেখানেই সভাপতি, সচিব সহ পাঁচটি পদে নির্বাচন হবে। ভোটাভুটির আগেই চূড়ান্ত হয়ে যায় সভাপতির নাম।  এজিএমে শুধু সিলমোহর পড়ে। প্রাক্তন ক্রিকেটারকেই সভাপতির পদে রাখার নীতি নিয়েছে বিসিসিআই।  রজার বিনি বয়সজনিত কারণে সরে গিয়েছেন ফলে নতুন সভাপতি বেছে নিতে হবে বিসিসিআই সদস্যদের।

বিসিসিআই সভাপতি হওয়ার দৌড়ে আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং। মাঝে প্রবলভাবে ভাজ্জির নাম উঠলেও তিনি আপাতত পিছিয়ে আছেন। সিএবির পক্ষ থেকে সৌরভের নাম এজিএমের জন্য পাঠানো হয়েছে। হরভজনের নামও পাঠিয়েছে পঞ্জাব ক্রিকেট সংস্থা। এর পাশপাশি  তালিকায় আছেন কর্ণাটকের রঘুরাম ভাট। তিনি মাত্র দুটি টেস্ট খেলেছেন। তার উপর পর পর দুইবার দক্ষিণ থেকে সভাপতি হওয়ার সম্ভবনা কম।

এই পরিস্থিতিতে হরভজন এবং সৌরভের মধ্যে একজনই সভাপতি হতে পারেন। আগামী ২২ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। সেই দিনই চূড়ান্ত হতে পারে নতুন সভাপতির নাম। ২০১৯ সালে বিসিসিআই সভাপতি হয়েছিলেন  মহারাজ। ২০২২ সালে তাঁর স্থলাভিসিক্ত হন বিনি।

ইতিমধ্যেই সিএবি সভাপতি পদ নিশ্চিত করেছেন সৌরভ। ভোট ছাড়াই জয় পেয়েছেন সৌরভের প্যানেল। এবার বিসিসিআইতেও দাদার প্রত্যাবর্তন ঘটবে, মহাষষ্ঠীর সন্ধ্যা মানেই পুজোর বোধন, সেদিনই আরও বড় চমক অপেক্ষা করছে! অপেক্ষা মাত্র কয়েকদিনের।

 

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১২ নভেম্বর (বুধবার) ২০২৫ ১ গ্রাম        ১০ গ্রাম পাকা সোনার বাট  ১২৪২৫ ₹ ১২৪২৫০ ₹ খুচরো...

বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। ...

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...
Exit mobile version